Amazon-এ সস্তায় Mi 11x 5G। ৭ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত Xiaomi ফ্ল্যাগশিপ ডেজ সেল চলছে৷ Xiaomi-র বেস্ট সেলিং ফোনগুলি Amazon-এ বড়সড় ফ্ল্যাট ডিসকাউন্টসহ বিক্রি হচ্ছে৷ ICICI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করা হলে অতিরিক্ত ক্যাশব্যাকও পাওয়া যাবে। এই সেলে Xiaomi-র লেটেস্ট এবং সেরা স্মার্টফোনগুলি কিছুটা সস্তায় কিনতে পারেন। অফার রয়েছে Xiaomi-র Mi 11x 5G ফোনেও।Mi 11X 5G ফোনটির দাম ৩৩,৯৯৯ টাকা। কিন্তু সেলে বিক্রি হচ্ছে ২৭,৯৯৯ টাকায়। এর উপর ৬,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস ডিসকাউন্ট। এছাড়াও এই স্মার্টফোন কেনার সময়ে এক্সচেঞ্জ করে ১৯,৯৯৯ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। কিন্তু এই দাম আপনার পুরানো ফোনের মডেল ও অবস্থার উপর নির্ভর করে।এছাড়াও যদি আইসিআইসিআই ব্যাঙ্ক কার্ডে পেমেন্ট করা হয়, তবে ৪,০০০ টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন। HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ৫% ছাড় পেতে পারেন। প্রাইম সদস্যরা বিনামূল্যে ৬ মাসের স্ক্রিন রিপ্লেসমেন্ট গ্যারান্টিও পাবেন।এক নজরে দেখে নিন Mi 11x 5G-এর স্পেসিফিকেশন :RAM : 6 GB /8 GBInternal Memory : 128 GBProcessor : Snapdragon 870ব্যাটারি : 4,520mAh 33 W ফাস্ট চার্জিংডিসপ্লে : 6.67-inch FHD+ E4 AMOLEDরিয়ার ক্যামেরা : 48MP প্রাইমারি সেন্সর + 8MP ওয়াইড অ্যাঙ্গেল + 5MP ম্যাক্রো সেন্সরসেলফি ক্যামেরা : 20MP