Twitter Edit Option: টাইপো করলেও ‘নো টেনশন’, এই দেশগুলিতে Twitter-এ এল Edit করার অপশন Updated: 05 Oct 2022, 04:44 PM IST Soumick Majumdar গত ৩০ সেপ্টেম্বর টুইটার তার প্রথম এডিটেড টুইট করে। ১ সেপ্টেম্বর টুইটার এই এডিট বাটনের পরীক্ষামূলক লঞ্চের ঘোষণা করে। এই অপশনের সাহায্যে, ব্যবহারকারীরা তাঁদের টুইট পোস্ট করার পরেও এডিট করতে পারবেন।