Twitter Blue Tick: ফের ‘ব্লু সাবস্ক্রিপশন’ চালু করল টুইটার! মাসে কত টাকা খরচ পড়বে? Updated: 12 Dec 2022, 01:57 PM IST Soumick Majumdar ইলন মাস্ক গত মাসেই ভেরিফিকেশন-সহ ব্লু সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেন। কিন্তু এর সুবিধা নিয়ে টাকার বিনিময়ে প্ল্যাটফর্মে ব্র্যান্ড এবং সেলিব্রিটিদের নামে বেশ কয়েকটি ভেরিফায়েড ফেক অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়। তুমুল বিতর্কের মুখে এই প্ল্যান বন্ধ হয়ে যায়।