রিলায়েন্স জিও-র প্রচুর প্ল্যান রয়েছে। কিন্তু নির্দিষ্ট কিছু প্ল্যানেই গ্রাহকরা বারবার রিচার্জ করেন। তবে সাশ্রয়ী প্ল্যানগুলোও মাঝে মাঝে ব্যবহার করতে পারেন। আপনাদের জন্য রইল জিও-র এমনই ৪টি দুর্দান্ত ডেটা প্ল্যান।রিলায়েন্স জিও ৩,৪৯৯ টাকার প্ল্যান (Reliance Jio 3499 Plan):>>> দৈনিক ডেটা: 3 GB প্রতি দিন>>> প্যাকের মেয়াদ: 365 দিন>>> আনলিমিটেড ভয়েস কলিং।>>> দিনে 100টি এসএমএস (SMS)>>> এছাড়া পাবেন JioTV, Jio Cinema, Jio Cloud, Jio Security এবং JioNews-সহ সমস্ত Jio Apps-এর সাবস্ক্রিপশন।মোট ৩,৪৯৯ টাকার রিচার্জ করলেই পাবেন টানা এক বছরের ভ্যালিডিটি। টাকার অঙ্কটা অনেক মনে হতে পারে। কিন্তু ১২ মাস দিয়ে ভাগ করলে প্রতি মাসে দাঁড়াচ্ছে ২৯১ টাকা করে। দিনে ৩ GB ডেটা হিসাবে মন্দ নয়।রিলায়েন্স জিও ২,৩৯৯ টাকার প্ল্যান (Reliance Jio 2399 Plan):>>> দৈনিক ডেটা: ২ GB প্রতি দিন>>> প্যাকের মেয়াদ: ৩৬৫ দিন>>> আনলিমিটেড ভয়েস কলিং।>>> দিনে 100টি এসএমএস (SMS)>>> এছাড়া পাবেন JioTV, Jio Cinema, Jio Cloud, Jio Security এবং JioNews-সহ সমস্ত Jio Apps-এর সাবস্ক্রিপশন।রিলায়েন্স জিও ৫৯৯ টাকার প্ল্যান (Reliance Jio 599 Plan):>>> দৈনিক ডেটা: ২ GB প্রতি দিন>>> প্যাকের মেয়াদ: ৮৪ দিন>>> আনলিমিটেড ভয়েস কলিং।>>> দিনে 100টি এসএমএস (SMS)>>> এছাড়া পাবেন JioTV, Jio Cinema, Jio Cloud, Jio Security এবং JioNews-সহ সমস্ত Jio Apps-এর সাবস্ক্রিপশন।রিলায়েন্স জিও ৪৪৪ টাকার প্ল্যান (Reliance Jio 444 Plan):>>> দৈনিক ডেটা: ২ GB প্রতি দিন>>> প্যাকের মেয়াদ: ৫৬ দিন>>> আনলিমিটেড ভয়েস কলিং।>>> দিনে 100টি এসএমএস (SMS)>>> এছাড়া পাবেন JioTV, Jio Cinema, Jio Cloud, Jio Security এবং JioNews-সহ সমস্ত Jio Apps-এর সাবস্ক্রিপশন।