বিশ্বের অন্যতম বড় গাড়ি সংস্থার মালিক। দেশের অন্যতম ধনী শিল্পপতি। তাঁর বাহন হিসাবে রোলস রয়েস, বেন্টলি বা নিদেন পক্ষে মার্সিডিজ-অডি-র কথাই মাথায় আসে। কিন্তু ব্যক্তিটির নাম যে রতন টাটা। 'বিলাসিতা' শব্দটাই নেই তাঁর অভিধানে। তাই তো বেশিরভাগ সময়েই এন্ট্রি লেভেল গাড়ি চড়েন টাট গোষ্ঠীর মালিক। তাঁর নিজের সংস্থারও কোনও দামি গাড়ি চড়েন না।
সম্প্রতি একটি সাদা টাটা ন্যানোতে দেখা গেল তাঁকে। তাঁর এই অতি সাধারণ জীবনযাপন মুগ্ধ করেছে নেটিজেনদের।
মুম্বইয়ের নামী হোটেলে নৈশভোজে যোগ দিতে আসেন রতন টাটা। অভ্যাসমতো সামনের সিটেই ড্রাইভারের পাশে বসেছিলেন তিনি। সঙ্গে ছিল না কোনও দেহরক্ষীও। তাঁর নির্বাহী সহকারী গাড়িটি চালাচ্ছিলেন।
প্রসঙ্গত, রতন টাটার একটি ব্যাটারি-চালিত টাটা ন্যানোও রয়েছে। চলতি বছরের শুরুতে ইলেকট্রা ইভি নামের এক সংস্থা সেই গাড়ি তাঁকে উপহার দেয়।Electra EV জানিয়েছে সীমিত সংখ্যক ন্যানোকে বৈদ্যুতিকে পরিণত করা হবে।