ইতিমধ্যেই ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি বাজারে দাম কমিয়েছে নেটফ্লিক্স। এই অঞ্চলে তাদের বাজার দখল অনেকটাই কম। নেটফ্লিক্সের শো-এর চাহিদা থাকলেও চড়া সাবস্ক্রিপশন চার্জের কারণে দর্শক সংখ্যা কম। বরং আমাজন প্রাইম, ডিজনি প্লাস হটস্টারের দিকেই যান OTT দর্শকরা।