সবুজের পথ দেখাচ্ছে কলকাতা পুলিশ। রবিবার, বিশ্ব পরিবেশ দিবসে ১৭টি নতুন ইলেকট্রিক গাড়ি যোগ দিল পরিষেবায়।
১৭টি গাড়িই টাটা নেক্সন ইভি(Tata Nexon EV) মডেলের। তবে এগুলিই কলকাতা পুলিশের একমাত্র ইলেকট্রিক গাড়ি ভাবলে ভুল করবেন।
কারণ ইতিমধ্যেই আরও ২২৬টি টাটা নেক্সন ইভি রয়েছে এই রাজ্যের পুলিশের।
রবিবার পুলিশ অ্যাথলেটিক ক্লাবে নতুন ইলেকট্রিক গাড়িগুলির শুভ সূচনা করা হয়। সাদা নেক্সনগুলির বনেটে নীল স্ট্রাইপ দেওয়া হয়েছে। গাড়ির দরজায় কলকাতা পুলিশের ব্যাজ।সবুজ ফ্ল্যাগ উড়িয়ে গাড়িগুলির সূচনা করেন সাংসদ-অভিনেতা দেব। ছিলেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও।