বাংলা নিউজ > টেকটক > আবারও এক বড় ধাক্কা দিল Jio, রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধির মধ্যেই খারাপ খবর!
পয়লা ডিসেম্বর থেকে রিলায়েন্স জিওর রিচার্জ প্ল্যানের দাম বেড়েছে। Jio-র প্ল্যানের দাম ৭০০ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। এর পাশাপাশি Jio কিছু নতুন ভ্যালিডিটির প্ল্যানও লঞ্চ করেছে।
দাম বৃদ্ধি নিয়েই চিন্তিত সকলে। তারইমধঅযে যে আরও এক পরিবর্তন হয়েছে, তা কারও সেভাবে চোখে পড়ছে না। সেটা হল, এতদিন Jio তার বেশিরভাগ প্ল্যানেই Disney + Hotstar-এর মোবাইল সাবস্ক্রিপশন দিত। এবার সেটা দেওয়া বন্ধ করে দিয়েছে সংস্থা। Jio-র ওয়েবসাইট অনুসারে, এখন Jio-র শুধুমাত্র একটি প্ল্যানেই Disney + Hotstar মোবাইল সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।
কোন প্ল্যানে?
জিও-র ৬০১ টাকার প্ল্যানে পাবেন এই সুবিধা। আলাদা করে Disney+ Hotstar-এর ১ বছরের সাবস্ক্রিপশন নিতে গেলে ৪৯৯ টাকা লাগত। কিন্তু জিও-র ৬০১ টাকার রিচার্জ করলে সেটা পেয়ে যাবেন বিনামূল্যে।
Jio-র ৬০১ টাকার প্ল্যানের বেনেফিট

- মেয়াদ : ২৮ দিন।
- মোট ডেটা : ৯০ জিবি।
- কল : আনলিমিটেড।
- SMS : দিনে ১০০ টি।
- ডিজনি প্লাস হটস্টার, জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি, জিও ক্লাউড।
টেকটক খবর