মঙ্গলবার দুবাই টেনিস চ্যাম্পিয়ন্সশিপের পুরুষদের ডাবলসের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে খেলতে নেমেছিলেন ভারতের ইউকি ভামব্রি এবং তাঁর অস্ট্রেলিয়ান সঙ্গী অ্যালেক্সি পপিরিন। প্রতিপক্ষ ছিল বিশ্বের এক নম্বর জুটি মার্সেলো আরেভালো ও ম্যাট পাভিচ। সেখানেই চমক দিয়ে জয় ছিনিয়ে নেন ভামরিরা। তবে শুরুটা ভালো ছিল না। প্রথম সেটে বেশ দাপট দেখান মার্সেলো-ম্যাট জুটি। ৬-৪ ব্যবধানে জিতে যায় তাঁরা। তবে হার মানেনি ইউকিরা। দ্বিতীয় সেটে লড়াই করে ৭-৬ (১) ব্যবধানে জিতে নেন তাঁরা। তৃতীয় সেটে ১০-৩ ব্যবধানে হারিয়ে জয় নিশ্চিত করেন ইউকি ভামব্রি এবং অ্যালেক্সি পপিরিন। এই জয়ের ফলে তাঁরা প্রতিযোগিতার পরের রাউন্ডে পৌঁছে গেলেন।
মঙ্গলবার দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিন ছিল। এদিন একাধিক তারকাকে কোর্টে নামতে দেখা যায়, যাঁদের মধ্যে ছিলেন - প্রাক্তন চ্যাম্পিয়ন ড্যানিল মেদভেদেভ এবং আন্দ্রে রুবলেভ, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উগো হামবার্ট, অ্যালেক্স ডি মিনাউররা। মজার বিষয় হল, মঙ্গলবারের জয়টি শীর্ষ বাছাইয়ের বিরুদ্ধে ভামব্রির দ্বিতীয় জয়।
তবে এর আগের জয়টি এসেছিল অন্য সঙ্গীর সঙ্গে। এই ভারতীয় টেনিস তারকা সেইবার ক্রোয়েশিয়ার ইভান ডোডিগের সঙ্গে জুটি বেঁধে বিশ্বের এক নম্বর জুটি মার্সেলো আরেভালো এবং ম্যাট পাভিচের বিরুদ্ধে জয় পেয়েছিল। খুব বেশি দিন হয়নি সেই জয়েরও। গত সপ্তাহে দোহায় সেটি এসেছিল। অবশ্য সেখানে সেমিফাইনালে বিধ্বস্ত হতে হয়েছিল ইউকিদের।
ইভান এবার রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধেছেন। আজ তাঁরা নিজেদের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচটি খেলতে নামবেন। প্রতিপক্ষ ব্রিটেনের জুটি জুলিয়ান ক্যাশ এবং লয়েড গ্লাসপল। অস্ট্রেলিয়ান ওপেনে ভালো ফলাফল না হওয়ায় এই প্রতিযোগিতায় ভারত ভালো করবে বলে আশা করা হচ্ছে। তবে মঙ্গলবার ইউকি ভামব্রি এবং অ্যালেক্সি পপিরিন ছাড়াও ডাবলসে খেলতে নেমেছিলেন ভারতীয় জুটি জীবন নেদুঞ্চেঝিয়ান ও বিজয় সুন্দর প্রশান্ত। তাঁদের প্রতিপক্ষ ছিল জন পিয়ার্স এবং জেমি মারে। সেখানে অবশ্য পরাজিত হন ভারতীয় জুটি। ফলাফল ছিল ৬-৪ এবং ৭-৬ (৮-৬)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।