অধিনায়ক রোহিত শর্মা বৃহস্পতিবার বলেছেন যে, ভারত আসন্ন বিশ্বকাপে তাদের আইসিসি ট্রফির খরা কাটাতে মরিয়া হয়ে রয়েছে। এবং শিরোপা জয়ের জন্য তারা রীতিমতো আত্মবিশ্বাসী। ভারত প্রায় এক দশক ধরে আইসিসি-র কোনও ইভেন্টেই শিরোপা জিততে পারেনি। তারা শেষ বার ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। ঘরের মাঠে তাদের বিশ্বকাপ জয়ের দুই বছর পর।
রোহিত এখানে একটি ইভেন্টের ফাঁকে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সত্যি বলতে, আমি কখনও-ই (৫০ ওভার) বিশ্বকাপ জিততে পারিনি। বিশ্বকাপ জেতার স্বপ্ন রয়ে গিয়েছে। এবার এটা জয়ের জন্য আমাদের লড়াই করতে হবে। বিশ্বকাপ জয়ের চেয়ে বড় খুশি আর কিছু হতে পারে না।’ রোহিত যোগ করেছেন, ‘একটা প্লেটে কেউ বিশ্বকাপ সাজিয়ে দেবে না। আপনাকে এর জন্য সত্যিই কঠোর পরিশ্রম করতে হবে। এবং ২০১১ সাল থেকে আমরা এখনও পর্যন্ত আমরা সবাই এর জন্য লড়াই করছি।’
ভারত অধিনায়ক অনর্গল বলে গিয়েছেন, ‘প্রত্যেকেই বিশ্বকাপ জিততে মরিয়া। আমরা জানি, আমাদের একটি ভালো দল আছে। আমরা সবাই ভালো খেলোয়াড়। সকলের আত্মবিশ্বাস রয়েছে। এর মানে এই নয় যে, আমরা বিশ্বকাপকে হাল্কাভাবে নিচ্ছি। আমরা যখন ২০২২ বিশ্বকাপ হেরেছিলাম, আমি বলেছিলাম যে, আমরা পরবর্তী বিশ্বকাপ জিততে কঠোর লড়াই করব।’
আরও পড়ুন: যুবির পর চার নম্বর জায়গায় কেউ থিতু হতে পারেনি- ODI WC-এর আগে আফসোস রোহিতের
তিনি আরও বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও আমি বলেছিলাম যে যাই হোক না কেন, আমরা এর জন্য লড়াই চালিয়ে যাব। কাভি না কাভি তো মিলেগা (একটা সময়ে তো আমরা জিতবই)।’
রোহিত এমনও দাবি করেছেন, ব্যাটার হিসেবে নিজেকে প্রমাণ করাটা তাঁর জন্য অধিনায়কত্ব করার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেওছেন, ‘আমাকে ব্যাটার হিসেবে প্রথমে নিজেকে প্রমাণ করতে হবে। অধিনায়কত্ব গৌণ… দলে ব্যাটার হিসেবে আমার ভূমিকা বেশি। স্পষ্টতই ভালো অধিনায়কত্ব করতে হবে। সবার আগে, আমাকে বড় রান করতে হবে এবং দলের জন্য ম্যাচ জিততে হবে।’
আরও পড়ুন: বিশ্বকাপের টিকিটের জন্য স্বাধীনতা দিবসে করতে হবে এই কাজ!
বিশ্বকাপে এখনও অনিশ্চিত কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ারের মতো গুরুত্বপূর্ণ প্লেয়াররা। রোহিত বলেছেন যে, তিনি এখন প্লেয়ারদের চোট নিয়ে বেশ ভয়েই রয়েছেন। তবে তিনি খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার গুরুত্বের উপর জোর দিয়েছেন। বিশেষ করে তাঁর এবং কোহলির টি-টোয়েন্টি না খেলা নিয়ে মুখ খুলেছেন রোহিত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।