শুভব্রত মুখার্জি: ভারতীয় ক্রিকেটের নবজাগরণের সূচনা হয়েছিল আজ থেকে ৪০ বছর আগে। চার দশক আগে ২৫ জুলাই দুইবারের ওয়ান ডে বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলকে হারিয়ে দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন কপিল দেব, রজার বিনিরা। অল্প রানের পুঁজি নিয়ে সেবার ভিভ রিচার্ডস সম্বলিত ক্যারিবিয়ান ব্যাটিং লাইন আপকে রুখে দিতে সমর্থ হয়েছিলেন কপিলদেবরা। ঐতিহাসিক এক বিশ্বকাপ সেদিন জিতে ফিরেছিলেন তারকারা।
বিশ্বকাপ জিতে ফেরার পরেই কপিল দেবরা প্রথম ম্যাচ খেলেছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান দলের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডের ম্যাচের যে দল ছিল সেই দলের হয়ে খেলেছিলেন কপিলরা। সেই ম্যাচের পারিশ্রমিক হিসেবে তৎকালীন তারকারা যে পরিমাণ অর্থ পেয়েছিলেন তা চমকে দিতে পারে আপনাকেও!
আইপিএলের জমানাতে যখন একজন ক্রিকেটার জাতীয় দলের হয়ে না খেলেও কোটি কোটি টাকা কামাচ্ছেন, সেখানে বিশ্বকাপজয়ীরা যে পারিশ্রমিক পেয়েছিলেন তা লজ্জা দিতে পারে আপনাদেরও! তৎকালীন বিশ্বচ্যাম্পিয়নদের সেই ম্যাচের একটি পে স্লিপ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। প্রাক্তন পাক অধিনায়ক রামিজ রাজা তাঁর সোশ্যাল মিডিয়াতে সেই পে স্লিপ শেয়ারও করেছেন। যেখানে দেখা যাচ্ছে ওই ম্যাচ খেলার জন্য বিশ্বচ্যাম্পিয়ন দলের এক একজন সদস্য পেয়েছেন মোট ২১০০ টাকা করে। যার মধ্যে রয়েছে ১৫০০ টাকা ম্যাচ ফি। বাকি ৬০০ টাকা হল দৈনিক ভাতা। সব মিলিয়ে সুনীল গাভাসকর, কপিল দেব, রবি শাস্ত্রীরা এক একজন পেয়েছিলেন ২১০০ টাকা করে।
১৯৮৩ বিশ্বকাপ জেতার বিষয়ে ফেভারিট ছিল তার আগের দু'বারের চ্যাম্পিয়ন দল ওয়েস্ট ইন্ডিজ। ফাইনালে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ক্লাইভ লয়েড। ভারত মাত্র ১৮৩ রানে অল-আউট হয়ে যায়। সকল বিশেষজ্ঞরা মনে করেছিলেন সহজেই এই ম্যাচ জিতে বিশ্বকাপ জয়ের হ্যাটট্রিক করবেন ভিভ রিচার্ডসরা। তবে বাস্তবে ঘটেছিল উল্টোটা।
পিছনে দৌড়ে এক অসাধারণ ক্যাচ ধরে সেদিন ভিভকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছিলেন অধিনায়ক কপিল দেব। সেই ধাক্কা সামলাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ দল। মাত্র ১৪০ রানে অলআউট হয়ে যায় ক্যারিবিয়ানরা। ফলে ৪৩ রানের ব্যবধানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। মদন লাল এবং মহিন্দর অমরনাথ তিনটি করে উইকেট নিয়েছিলেন। ফাইনালে ম্যাচ সেরা হয়েছিলেন অমরনাথ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।