রাত পোহালেই দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। এই উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই আজ, মঙ্গলবার সেখানে মহাযজ্ঞ হয়ে গিয়েছে। মা–মাটি–মানুষের নামে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী। আরতি করেছেন। আজই ধ্বজা বসে গিয়েছে মন্দিরের মাথায়। এসে গিয়েছেন বিশিষ্ট অতিথিরা। ভিভিআইপি নিয়ে এখন মেতে উঠেছে সমুদ্রসৈকত। আগামীকাল বুধবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার কথা। আর কারা আসছেন? কারা আমন্ত্রণ পেলেন? সবটা ফাঁস করে দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
আজ, মঙ্গলবার আমন্ত্রিতদের তালিকা এক্স হ্যান্ডেলে ভিডিয়ো করে প্রকাশ্যে বলেছেন কুণাল। তিনি নিজেও এখন দিঘায় পৌঁছে গিয়েছেন। সমুদ্রে জলকেলি করেছেন। সঙ্গে সাংবাদিক বন্ধুদের জন্য বার্তাও দিয়েছেন। বুধবার অক্ষয় তৃতীয়ায় দিঘায় জগন্নাথ মন্দিরের দরজা খুলবে। প্রকাশ্যে আসবে, গর্ভগৃহে জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রাকে। সেই ‘বিশেষ মুহূর্তের’ সাক্ষী হতে দিঘার জগন্নাথ মন্দিরে বুধবার দেখা যেতে পারে নব দম্পতি দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারকে বলে জানিয়েছেন কুণাল ঘোষ। তবে না আসলে পরে এসে ঘুরে যাবেন বলেও জানান এই তৃণমূল কংগ্রেস নেতা।
আরও পড়ুন: রাজ্যের তিনটি বিলে অনুমোদন দিলেন রাজ্যপাল, সঙ্গে পাঠালেন প্রস্তাব, খুশি নবান্ন
কাঁথিতে যখন সনাতনী সম্মেলন করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তখন এই দিঘায় থাকবেন দিলীপ ঘোষ। এখন তেমনই গুঞ্জন শোনা যাচ্ছে। ইতিমধ্যেই এসে গিয়েছেন অরূপ বিশ্বাস, সুজিত বসু থেকে শুরু করে রাজ্যের একাধিক মন্ত্রীরা। সাংসদ জুন মালিয়াও এসেছেন। এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ বলেন, ‘রাজ্যের সিনিয়ার নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক প্রতিপক্ষ হলেও বেনজির সৌজন্য দেখিয়েছেন তিনি। যা রাজনীতির জগতে বিরল। বিভিন্ন পেশার নক্ষত্রদের পাশাপাশি এমন সৌজন্যও দেখিয়েছেন মুখ্যমন্ত্রী।’
কারা আমন্ত্রণ পেলেন? কারা আসবেন? আমন্ত্রণের তালিকা দীর্ঘ। কিন্তু বিরোধী পক্ষ থেকে কারা আসবে সেটা এখনও নিশ্চিত নয়। তবে দিলীপ ঘোষের আসার কথা আছে। যদি না সূচি পরিবর্তন হয়। কুণাল ঘোষের বক্তব্য, ‘রাজনৈতিক প্রতিপক্ষ হলেও মমতা বন্দ্যোপাধ্যায় অনন্য সৌজন্যের নজির দেখিয়েছেন। রাজ্যের সিনিয়র নেতাদের তিনি আমন্ত্রণ করেছেন। বিমান বসু থেকে শুরু করে সিপিআই, আরএসপি’র নেতাদের আমন্ত্রণ করেছেন। আমন্ত্রণ করেছেন বিজেপির সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যকে। দিলীপ ঘোষও আমন্ত্রণ পেয়েছেন। তাঁর আসার কথা আছে। না আসতে পারলে পরে সস্ত্রীক ঘুরে যাবেন।’ তবে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার দ্য ওয়ালকে বলেছেন, ‘যখন গিরিরাজ সিং আমাদের বাড়িতে এসেছিলেন, সেদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোক পাঠিয়ে দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। কথা তো ছিল যাওয়ার। উনি আজ মুর্শিদাবাদে গিয়েছেন। রাতে ফিরবেন। কোনও প্ল্যান বদল না হলে আমরা কাল যাব।’