ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের মধ্যে চলতি প্রথম টেস্টে দুর্দান্ত ব্যাটিং করেছে ইংলিশ ব্যাটসম্যানরা। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট ম্যাচে তেমন কিছু করতে না পারলেও এমন একটি শট খেলেছেন যা নিয়ে আলোচনা হচ্ছে সর্বত্র। বিশেষ ব্যাপার হল যে শটে রুট নায়ক হয়েছিলেন, সেই একই শটে তিনিও ভুল করে বসেন। ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুটকে খুবই ধারাবাহিক এবং বুদ্ধিমান ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হয়। তবে তিনি যে এমন শিশুসুলভ ভুল করে বসবেন সেটি আশাও করা যায় না।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে জো রুট যেভাবে আউট হয়েছেন তা দেখে সকলে বেশ অবাক হয়েছেন। ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ম্যাচের প্রথম ইনিংসে জো রুট যে শটের কারণে তাঁকে তাঁর উইকেট হারাতে হয়েছে, ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের সেই শটের ভিডিয়ো বেশ ভাইরাল হচ্ছে। এই ভিডিয়ো দেখে অনেক ভক্তই বলা শুরু করেছেন যে ব্যাজ বল ক্রিকেট চলবে না। এছাড়াও অনেকে পন্ত ও সূর্যকুমারের শটের সঙ্গে রুটের শটের তুলনা করতে শুরু করেছেন।
আরও পড়ুন… IND vs AUS 2nd Test: অশ্বিনের কারণে রেগে লাল অজি স্পিনার ন্যাথান লিয়ঁর স্ত্রী! জেনে নিন পুরো ঘটনা
মাউন্ট মাউঙ্গানুইয়ে অনুষ্ঠিত হচ্ছে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ। ইংল্যান্ড দল প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে ছিল। রুট যখন ক্রিজে ছিলেন তখন দল আশা করেছিল যে এই ব্যাটসম্যান বড় ইনিংস খেলবেন, কিন্তু রুট তাঁর বোকামির কারণে আউট হয়ে যান।
২৮তম ওভারে বল করতে আসেন নেইল ওয়াগনার। ওভারের দ্বিতীয় বলে রুট রিভার্স স্কুপ করার চেষ্টা করেন, তিনি উইকেটের ডানদিকে গিয়ে শট খেলার চেষ্টা করেন কিন্তু বলটি ব্যাটের নীচের প্রান্তে লেগে যায়। রুটের সেই শট স্লিপে দাঁড়িয়ে থাকা ড্যারিল মিচেল বুঝতে পেরেছিলেন যে বলটি তাঁর দিকে আসতে পারে, তিনি আগে থেকেই প্রস্তুত ছিলেন এবং ডাইভ দিয়ে ক্যাচটি ধরে নেন। রুট যে শট খেলতে চেয়েছিলেন তা খেলতে পারেননি। এর আগেও অনেকবার এই শট খেলেছেন কিন্তু এই শটে আউট হওয়ার পরই প্রথমবার এমনটা হল। ২২ বলে ১৪ রান করে সাজঘরে ফিরে যান জো রুট।
আরও পড়ুন… IND vs AUS 2nd Test: অশ্বিন বলেছেন আমি খুব একগুঁয়ে, কোন প্রসঙ্গে বললেন পূজারা