গতকাল অর্থাৎ ১ মে ৩৭ তম জন্মদিন উদযাপন করলেন অনুষ্কা শর্মা। জন্মদিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধুবান্ধব, সহকর্মী এবং ঘনিষ্ঠদের কাছ থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছেন অভিনেত্রী। বাড়িতেই জন্মদিন উদযাপন করেছেন তিনি। তবে এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি, যেটি কোনও একটি জন্মদিনের ছবি বলে মনে করা হচ্ছে। কার জন্মদিন? অনুষ্কা না ভামিকা?
অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন গায়িকা নীতি মোহন। বৃহস্পতিবার ছবিটি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়ে অনুষ্কাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন গায়িকা। ছবিতে গায়িকার স্বামী এবং ছেলেকেও দেখতে পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: ছবি হিট, তারই মাঝে বিরল বন্যপ্রাণীর মাংস খেয়ে আইনি বিবাকে ছায়া কদম
আরও পড়ুন: করিশ্মা-করিনার পর এবার ঋদ্ধিমা, কাপুর বাড়ির পুরনো প্রথা ভেঙে এবার বড় পর্দায় রণবীরের দিদি
ছবিটি দেখলেই বেশ বোঝা যাচ্ছে কোনও একটি জন্মদিনের পার্টিতে দাঁড়িয়ে ছবিটি ক্লিক করা হয়েছে। ছবিতে সাদা রঙের শর্ট কুর্তি পরে থাকতে দেখা যায় অনুষ্কাকে, বিরাট পরেছিলেন একটি অফ হোয়াইট রঙের শার্ট এবং প্যান্ট। নীতি মোহন পরেছিলেন একটি ডিপ ব্লু রঙের পোশাক এবং তাঁর স্বামী এবং ছেলেও পরেছিলেন নেভি ব্লু রঙের পোশাক।
ছবিটি যদি ভালো করে দেখা যায় তাহলে বোঝা যাবে পেছনের বোর্ডে বড় বড় করে লেখা রয়েছে ভামিকার নাম। বোঝাই যাচ্ছে, ভামিকার জন্মদিন উপলক্ষে এই ছবিটি তোলা হয়েছিল। তবে বাড়িতে নয়, কোনও অফ বিট স্থানে মেয়ের জন্মদিন পালন করেছিলেন বিরুষ্কা।
প্রসঙ্গত, গতকাল অনুষ্কার জন্মদিন উপলক্ষে আদুরে পোস্ট করে বিরাট লেখেন, ‘আমার সব থেকে ভালো বন্ধু, আমার জীবন সঙ্গী, আমার নিরাপদ আশ্রয়, আমার বেটার হাফ, আমার সবকিছু। তোমাকে প্রতিদিন আরও অনেক বেশি বেশি করে ভালোবাসি। শুভ জন্মদিন ভালোবাসা।’
আরও পড়ুন: 'কন্নড় ভাষায় গান করুন...', ছাত্রের দাবি শুনে কেন হঠাৎ রেগে গেলেন সোনু নিগম?
আরও পড়ুন: ইচ্ছাকৃতভাবে খুন! ঠাকুরপুকুর কাণ্ডে ভিক্টোর বিরুদ্ধে দায়ের মামলা
উল্লেখ্য, বিরাটের এই পোষ্টের পরেই এবার দেখা যায় অনুষ্কাকে পোস্ট করতে। জন্মদিনের রেশ কাটতে না কাটতেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। প্রিয় মানুষটির সঙ্গে কাটানো জন্মদিনের একটি মুহূর্ত শেয়ার করেন তিনি। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘জন্মদিনে যে ভালোবাসা দিয়েছেন তার জন্য ধন্যবাদ।’