
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডারকে গুড়িয়ে দিয়েছেন ভারতীয় বোলাররা। মাত্র ১০৮ রানে কিউয়িদের অলআউট করে দেয় টিম ইন্ডিয়া। এই ম্যাচে টিম ইন্ডিয়ার সবচেয়ে সফল বোলার ছিলেন সিনিয়র পেসার মহম্মদ শামি। ম্যাচের পরে, তিনি তাঁর খেলা সম্পর্কে একটি বড় বিবৃতি দিয়েছেন এবং বলেছেন যে ম্যাচ চলাকালীন তাঁকে কী বিরক্ত করে।
এই ম্যাচে ৬ ওভার বোলিং করে শামি ৩.০০ ইকোনমিতে ১৮ রান দিয়ে ৩টি উইকেট তুলে নিয়েছেন। এমন কী দুরন্ত বোলিং করে ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন। ম্যাচের পর শামি বলেন, ‘আমি যখন বোলিং শুরু করি, আমি লাইন এবং লেন্থের উপর নির্ভর করি। কখনও কখনও এমন হয় যে ভালো বল করেও উইকেট পাওয়া যায় না। আবার কোনও কোনও দিন ছন্দে না থেকেও উইকেট মেলে। এটা ক্রিকেট খেললে হতেই পারে। আমি বিশ্বাস করি যে, অনুশীলনে যত বেশি পরিশ্রম করবে, ম্যাচে তত বেশি সাফল্য পাবে। আমি এটাই বিশ্বাস করি।’
আরও পড়ুন: জানি বড় রান আসেনি, তবে..... হাফ সেঞ্চুরির পর নীরবতা ভাঙলেন রোহিত
মহম্মদ শামি আরও যোগ করেছেন, ‘আমি কখনই ভাবিনি যে, এত ভালো বল করতে পারব। বল হাত থেকে ছাড়ার মুহূর্তে সিমের পজিশন দেখেই বুঝেছিলাম আজ সাফল্য পাব। তবে আমার সিম সোজা না হলে আমি খুব বিরক্ত হই। আপনি যখন ইনিংস শুরু করবেন, আপনি জানেন না উইকেট কেমন হবে। প্রথম ওভারের পরে, বাকি বোলারদের পিচ সম্পর্কেও বলা যায়। এতে দলেরই লাভ হয়। এ দিনের উইকেট স্যাঁতসেঁতে ছিল। কিন্তু সঠিক লাইন-লেংথ বজায় রাখা দরকারি ছিল।’
সাম্প্রতিক কালে সময় খুব একটা ভালো সময় যাচ্ছিল না মহম্মদ শামির। পর পর ম্যাচ খেলছিলেন, কিন্তু সে ভাবে উইকেট পাচ্ছিলেন না। বরং সম্প্রতি ধারাবাহিক ভাবে ভালো বল করছিলেন মহম্মদ সিরাজ। ডাগআউটে বসে উমরান মালিক। বিশ্বকাপের আগে চিন্তা বাড়ছিল শামিকে নিয়ে। বিশ্বকাপের দলে জায়গা ধরে রাখতে পারা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। শনিবার জবাব দিয়ে দিলেন বাংলার পেসার।
আরও পড়ুন: মাঠে ঢুকল কিশোর ভক্ত, পুলিশকে কড়া ব্যবস্থা না নিতে অনুরোধ রোহিতের- ভিডিয়ো
পরে সাংবাদিক বৈঠকে হাজির হয়ে শামি বলেছেন, ‘অনুশীলনের থেকে ম্যাচ খেলাই আমার বেশি পছন্দের। বড় প্রতিযোগিতার আগে যত বেশি ম্যাচ খেলব তত ভালো। ওয়ার্কলোডের ব্যাপারে দল পরিচালন সমিতি রয়েছে এবং ওরা ভাল কাজই করছে। আশা করি বিশ্বকাপের আগে প্রধান ক্রিকেটাররা তরতাজা হয়েই নামবে।’
তিনি আর বলেছেন, ‘আমি বাকি সব বোলারদের সঙ্গে কথা বলি এবং সিনিয়র হিসেবে ওদের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করি। দলে আমার ভূমিকা বদলায়নি। এখন ফিটনেস এবং ডায়েটের দিকে অনেকটা নজির রাখি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
৳7,777 IPL 2025 Sports Bonus