জন্টি রোডসের সাউথ আফ্রিকা লেজেন্ডসের বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের নতুন মরশুম শুরু করে সচিন তেন্ডুলকরের ইন্ডিয়া লেজেন্ডস। এবার মাস্টার ব্লাস্টারদের প্রতিপক্ষ ছিল ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস। সুতরাং, দুই পুরনো বন্ধু সচিন-লারার ডুয়েল দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। যদিও প্রকৃতি বাধ সাধায় কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে দেখা গেল না উপভোগ্য লড়াই।
রোড সেফটি ওয়াল্ড সিরিজ ২০২২-এর পয়েন্ট টেবিল
১. শ্রীলঙ্কা লেজেন্ডস: ২ ম্যাচে ৪ পয়েন্ট (+২.১৫৯)
২. ইন্ডিয়া লেজেন্ডস: ২ ম্যাচে ৩ পয়েন্ট (+৩.০৫০)
৩. ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস: ২ ম্যাচে ৩ পয়েন্ট (+১.৬৮৭)
৪. সাউথ আফ্রিকা লেজেন্ডস: ২ ম্যাচে ২ পয়েন্ট (-০.২৫৮)
৫. ইংল্যান্ড লেজেন্ডস: ১ ম্যাচে ০ পয়েন্ট (-১.৫৪৮)
৬. বাংলাদেশ লেজেন্ডস: ১ ম্যাচে ০ পয়েন্ট (-১.৬৮৭)
৭. অস্ট্রেলিয়া লেজেন্ডস: ১ ম্যাচে ০ পয়েন্ট (-১.৯০০)
৮. নিউজিল্যান্ড লেজেন্ডস: ১ ম্যাচে ০ পয়েন্ট (-২.৪৫৭)
ভেস্তে গেল ম্যাচ
বৃষ্টির জন্য মাঠ ভিজে থাকায় আয়োজন করা গেল না ইন্ডিয়া লেজেন্ডস ও ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের মধ্যে চলতি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ষষ্ঠ ম্যাচ। কোনও বল হওয়ার তো দূরের কথা, টসই অনুষ্ঠিত হয়নি। ম্যাচ ভেস্তে যাওয়ায় উভয় দলকে ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়।
পিছিয়ে গেল টস
বৃষ্টিতে মাঠ ভিজে। যথা সময়ে মাঠ প্রস্তুত করা যায়নি খেলার জন্য। তাই পিছিয়ে গেল টসের সময়। নির্ধারিত সময়ে খেলা শুরু হবে কিনা, এখনও কিছু জানানো হয়নি আয়োজকদের তরফে।