Mumbai vs Sourashtra Ranji Trophy 2022-23: প্রথম ইনিংসে নিশ্চিত শতরান হাতছাড়া করেন সূর্যকুমার যাদব। দ্বিতীয় ইনিংসে লড়াকু হাফ-সেঞ্চুরি করেন পৃথ্বী শ।
সৌরাষ্টের বিরুদ্ধে লড়াইয়ে পৃথ্বী শ। ছবি- পিটিআই।
চলতি রঞ্জি ট্রফিতে পরিচিত ফর্মে ছিলেন না পৃথ্বী শ। টুর্নামেন্টের প্রথম চারটি ইনিংসে ব্যাট হাতে নজর কাড়তে পারেননি তিনি। অবশেষে সৌরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে চলতি রঞ্জি অভিযানে প্রথমবার হাফ-সেঞ্চুিরর গণ্ডি টপকান তিনি। তবে নিজে ভালো খেলেও ম্যাচ জেতাতে পারলেন না দলকে। নিজেদের ডেরায় সৌরাষ্ট্রের কাছে ৪৮ রানে ম্যাচ হারে মুম্বই।
বিকেসি গ্রাউন্ডে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে সৌরাষ্ট্র। তারা প্রথম ইনিংসে ৭৯.১ ওভারে ২৮৯ রানে তুলে অল-আউট হয়ে যায়। অর্পিত বাসবদা ৭৫, শেল্ডন জ্যাকসন ৪৭, জয় গোহিল ২৪, পার্থ ভাট ২৫, প্রেরক মানকড় ২৭, ধর্মেন্দ্রসিং জাদেজা ২৪, চেতন সাকারিয়া ১৯, চিরাগ জানি ১৮ ও হার্ভিক দেশাই ১২ রান করেন। মুম্বইয়ের হয়ে প্রথম ইনিংসে শামস মুলানি ৪টি উইকেট নেন। ২টি করে উইকেট দখল করেন তুষার দেশপান্ডে ও শশাঙ্ক।
পালটা ব্যাট করতে নেমে মুম্বই তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ২৩০ রানে। তারা সাকুল্যে ৬৩.৩ ওভার ব্যাট করে। সূর্যকুমার যাদব ১৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০৭ বলে ৯৫ রান করেন। এছাড়া সরফারজ খান ৭৫ ও অজিঙ্ক রাহানে ২৪ রানের যোগদান রাখেন। পৃথ্বী শ ৪ ও যশস্বী জসওয়াল ২ রান করে আউট হন প্রথম ইনিংসে। ধর্মেন্দ্রসিং জাদেজা ও যুবরাজসিং দদিয়া ৪টি করে উইকেট দখল করেন।
প্রথম ইনিংসের নিরিখে ৫৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে সৌরাষ্ট্র। তারা ৫২.৪ ওভারে ২২০ রানে অল-আউট হয়। ধর্মেন্দ্রসিং জাদেজা ৯০, প্রেরক মানকড় ৩৮ ও সামর্থ ব্যাস ১৫ রান করেন। ৬টি উইকেট নেন শামস মুলানি। ২টি উইকেট দখল করেন তুষার দেশপান্ডে।
জয়ের জন্য ২৮০ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামে মুম্বই। তারা শেষ ইনিংসে ৭৪ ওভারে ২৩১ রানে অল-আউট হয়ে যায়। পৃথ্বী শ দলের হয়ে সব থেকে বেশি ৬৮ রান করেন। ৯৯ বলের ইনিংসে তিনি ৬টি চার ও ২টি ছক্কা মারেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।