জন্টি রোডসকে প্রায়শই দেখা যেত এমন কাজ করতে। চিন্নাস্বামীতে সেই স্মৃতি ফিরিয়ে আনলেন পৃথ্বী শ। মাঠে উপস্থিত দর্শরা তো বটেই, পৃথ্বীর কাজে আপ্লুত দেখায় নেটিজেনদেরও। ক্রিকেটপ্রেমীরা মুম্বই অধিনায়কের এমন কাজের প্রশংসা না করে পারছেন না।
মুম্বই ও মধ্যপ্রদেশের মধ্যে রঞ্জি ট্রফির ফাইনালের চতুর্থ দিনের খেলায় বারবার বিঘ্ন ঘটায় বৃষ্টি। ফলে মাঠকর্মীদের অত্যন্ত ব্যস্ত ও তৎপর থাকতে হয়। একবার বৃষ্টি নামার পরে মাঠকর্মীরা পিচ কভার নিয়ে দৌড়ে মাঠে ঢুকলে পৃথ্বীকেও হাত লাগাতে দেখা যায় সেই কাজে।
মাঠকর্মীদের সঙ্গে কভার ধরে পৃথ্বীর দৌড়নোর ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ম্যাচে মুম্বই যদিও মোটেও স্বস্তিতে নেই। চার দিনের খেলা শেষ হয়ে গিয়েছে। এখনও প্রথম ইনিংসের নিরিখে ৪৯ রানে পিছিয়ে রয়েছে মুম্বই।
পথ্বী দুই ইনিংসেই ব্যক্তিগত শতরানের দোরগোড়া থেকে সাজঘরে ফেরেন। তিনি প্রথম ইনিংসে ৪৭ রান করে আউট হন। দ্বিতীয় ইনিংসে মুম্বই দলনায়কের ব্যক্তিগত সংগ্রহ ৪৪ রান।
আরও পড়ুন:- Ranji Final: ৪৯ রানে পিছিয়ে মুম্বই, হাতে ৮উইকেট,বাকি ১দিন, ট্রফির গন্ধ পাচ্ছে MP
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।