অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি যে কত মানুষের প্রেরণা, বিশেষ করে প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে সেটার ইয়ত্তা নেই! এই পাওয়ার কাপল সবসময়ই যেন নিজেদের কাজ কর্মের মাধ্যমে সুখে থাকার, আদর্শ জুটি হওয়ার টিপস দিয়ে থাকেন। একে অন্যের সঙ্গে মজাও যেমন করেন, তেমন একে অন্যের বিপদ, সমস্যায় ঢাল হয়ে দাঁড়ান। এদিন নিজেদের দাম্পত্য জীবনের একটি অজানা কথা ফাঁস করে দিলেন নায়িকা। কী বললেন?
কী জানালেন অনুষ্কা?
অনুষ্কা শর্মা এদিন জানালেন মাঠে বিরাট কোহলি যতই অ্যাগ্রেসিভ হন না কেন বাড়িতে ভীষণ নরম, শান্তি থাকেন। ফিল্মফেয়ারকে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজেদের দাম্পত্যের গোপন কথা ফাঁস করেছেন অভিনেত্রী। তাঁর কথায়, 'আমি আমার প্রিয় বন্ধুকে বিয়ে করেছি। আমি আমার শক্তিকে বিয়ে করেছি। আমি এমন একজনকে বিয়ে করেছি যাকে আমি সে কেমন মানুষ সেটার জন্য ভালোবেসেছি। আমরা যখন একসঙ্গে থাকি তখন আমাদের কাছে পৃথিবীর আর কোনও অস্তিত্ব থাকে না।'
অনুষ্কা এদিন এও জানান মাঠে যতই রাগ দেখান, অ্যাগ্রেসিভ হয়ে যান না কেন বিরাট বাড়িতে তিনি ভীষণ শান্ত, ধীর। নায়িকা জানান, 'আমাদের বিয়ের প্রথম ছয় মাস আমরা হয়তো সর্বসাকুল্যে ২১ বা ২২ দিন একসঙ্গে কাটিয়েছিলাম। মুম্বইয়ে একসঙ্গে খুব কম সময় কাটিয়েছি সেই সময়। এমনকি আমাদের বাড়ির কর্মচারীরা আমাদের একসঙ্গে বাড়িতে দেখতে পেলে খুব খুশি হতো।'
আরও পড়ুন: নাচ-গানে আড্ডা জমাবেন জোজো-ঋষি-অনুষ্কারা! শনি-রবি নয়, কবে-কখন দেখা যাবে জির বৈশাখী উৎসব?
আরও পড়ুন: একরত্তি রাহাকে ফেলে রাতের পর রাত বাইরে কাটাচ্ছেন রণবীর-আলিয়া! কেন?
বর্তমানে অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি তাঁদের দুই সন্তানকে নিয়ে লন্ডনে থাকছেন। প্রসঙ্গত বিরাট এবং অনুষ্কার প্রথম ২০১৩ সালে একটি বিজ্ঞাপনের সেটে দেখা হয়। সেই সময়ই তাঁরা একে অন্যের প্রেমে পড়েন। যদিও সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন না। এরপর ২০১৭ সালে সাতপাকে বাঁধা পড়েন। ইতালিতে বসেছিল তাঁদের বিবাহ বাসর। ২০২১ সালে তাঁদের মেয়ে ভামিকার জন্ম হয়। ২০২৪ সালে ভূমিষ্ট হয় অকায়ের।