শুভব্রত মুখার্জি: রাওয়ালপিন্ডিতে রান বন্যার সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হওয়ার পর পাকিস্তান সফরে এসেছে ইংল্যান্ড দল। সেখানেই রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছে পাকিস্তান এবং ইংল্যান্ড দল। সেখানে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান বোলারদের বেধড়ক মার খেতে হল ইংল্যান্ড ব্যাটারদের হাতে। গোটা দিন জুড়ে ৬.৫০'র উপর রান রেটে রান হল। আর এর মধ্যে দিয়েই টেস্ট ইতিহাসে একদিনে সর্বাধিক রান করার নজিরের কাছাকাছি পৌঁছে গিয়েছিল তাঁরা। যদিও অল্পের জন্য তা স্পর্শ করা হল না।
প্রসঙ্গত টেস্টে একদিনে সর্বাধিক রান করার নজির রয়েছে শ্রীলঙ্কা দলের। ২০০২ সালে বাংলাদেশের বিরুদ্ধে এই নজির গড়েছিল শ্রীলঙ্কা। সেবার একদিনে তারা করেছিল ৫০৯ রান। এদিন পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ড দল করে ৫০৬ রান। এই তালিকাতেই তিন নম্বরে রয়েছে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ।১৯২৪ সালে সেই ম্যাচে হয়েছিল ৫০৩ রান। ১৯১০ সালে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচে একদিনে হয়েছিল ৪৯৪ রান। ২০১২ সালে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে একদিনে হয় ৪৮২ রান। ১৯৩৪ সালে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচে একদিনে হয়েছিল ৪৭৫।
এদিন ম্যাচে চার ইংল্যান্ড ব্যাটার শতরান করেছেন। ইংল্যান্ডের দুই ওপেনার এদিন শতরান করেছেন। দুজনেই বেশ মারকুটে শতরান করেছেন। জ্যাক ক্রলি ১১১ বলে করেন ১২২ রান। বেন ডাকেট ১১০ বলে করেন ১০৭ রান। ওলি পোপ ১০৪ বলে করেছন ১০৮ রান। অন্যদিকে হ্যারি ব্রুক দিনের শেষে ৮১ বলে ১০১ রান করে অপরাজিত রয়েছেন। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে বেন স্টোকস ১৫ বলে ৩৪ রান করে অপরাজিত থেকে যান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।