শুভব্রত মুখার্জি: চলতি টোকিও গেমসে এখন পর্যন্ত ভারতের দুটি পদক জয় নিশ্চিত হয়েছে। যদিও ১৩০ কোটির জনসংখ্যার দেশে এই সংখ্যাটা তেমন বড় কিছু নয়। তবে ভারতের সামনে গেমসের দশম দিনে একাধিক মেডেল জয়ের পাশাপাশি মেডেল নিশ্চিত করার সম্ভাবনাও রয়েছে। সবথেকে বড় সম্ভাবনাটা রয়েছে শ্রীজেশদের সামনে। ১৯৮০ সালের পর থেকে ভারত হকি থেকে আর কোনও পদক জয় নিশ্চিত করতে পারেনি। অপরদিকে নিজের সেমিফাইনালে হেরে যাওয়ার পরে সিন্ধু মুখিয়ে থাকবেন অন্ততপক্ষে ব্রোঞ্জ পদকটি পেতে। তবে সিন্ধুর কাজ খুব একটা সহজ হবে না। কারণ তাকে লড়তে হবে শক্তিশালী চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে। ২০১৬ সালে রিওতে রুপো পাওয়ার পরে এই গেমসেও সোনা তার কাছে অধরাই থাকল।
বক্সিংয়ে সতীশ কুমারেরও লক্ষ্য থাকবে পদক জয় নিশ্চিত করা। তিনি তার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি জিতে সেমিফাইনালে জেতে পারলেই লভলিনা বড়গোহাঁইনের মতো আরও একটি পদক জয় ভারতের হয়ে নিশ্চিত করবেন। আসুন এমন আবহে একনজরে দেখে নিন রবিবারের ভারতের সূচি।
(টোকিয়ো অলিম্পিক্স ২০২০-এর যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন -- এখানে)
∆ ইকুয়েস্ট্রিয়ান :-
ইভেন্টিং ব্যক্তিগত ক্রস কান্ট্রি,ফওয়াদ মির্জা,সকাল ৪:১৫।
∆ গল্ফ :-
পুরুষদের ৪র্থ রাউন্ড
সকাল ৪:১১, উদয়ন মানে
সকাল ৫:৫৫, অনির্বাণ লাহিড়ী
∆ বক্সিং :-
সকাল ৯:৩৬, পুরুষ সুপার হেভিওয়েট (৯১ কেজি), সতীশ কুমার বনাম বাখোদির জালোলভ।
∆ ব্যাডমিন্টন :-
মহিলা সিঙ্গেলস ব্রোঞ্জ পদক ম্যাচ,বিকেল ৫:০০ , পিভি সিন্ধু বনাম হা-বিঙ্গ-জিয়াও
∆ হকি :-
বিকেল ৫:৩০টা, পুরুষ বিভাগ কোয়ার্টার ফাইনাল,ভারত বনাম গ্রেট ব্রিটেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।