রিও অলিম্পিক্সে রুপোর পদক জিতলেও টোকিওয় ফাইনালে উঠতে পারেননি পিভি সিন্ধু। ফলে এবার ব্যাডমিন্টনের ওমেনস সিঙ্গলসে সোনা বা রুপো জয়ের সম্ভাবনা আগেই শেষ হয়ে যায় পুসারলার। যদিও ব্রোঞ্জ জয়ের সুযোগটাকে কাজে লাগাতে মরিয়া ছিলেন ভারতীয় তারকা।
ব্রোঞ্জ মেডেল ম্যাচে সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন চিনের হি বিংজিয়াও, যিনি টুর্নামেন্টে অষ্টম বাছাইয়ের মর্যাদা পেয়েছেন। সিন্ধু টোকিওয় ষষ্ঠ বাছাই হিসেবে কোর্টে নামেন। ব্রোঞ্জ মেডেল ম্যাচে ৫৩ মিনিটের লড়াইয়ে তিনি ২১-১৩, ২১-১৫ স্ট্রেট গেমে পরাজিত করেন বিংজিয়াওকে এবং ব্রোঞ্জ পদক গলায় ঝোলান।
(টোকিও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।