শুভব্রত মুখার্জি:- ২০২১ টোকিও অলিম্পিক গেমসে ভারতীয় স্কোয়াড মোট সাতটি পদক জিতেছিল। যার মধ্যে ছিল জ্যাভলিনে নীরজ চোপড়ার নজির সৃষ্টিকারী সোনার পদক জয়ও। এবারে ভারতীয় দল যাচ্ছে ১১৭ জন প্রতিযোগীকে নিয়ে। থাকবেন ১৪০ জন কোচিং স্টাফও। প্রায় ১৬টি ক্রীড়া বিভাগে অংশ নেবে ভারতীয় স্কোয়াড। তবে কোনও বছর ভারতীয় অলিম্পিক গেমসের স্কোয়াডে যা দেখা যায়নি তাই দেখা যাবে প্যারিসে! আমেরিকা দল প্যারিসে বা এর আগে অলিম্পিক গেমসে যেভাবে দলের সঙ্গে একটা গোটা মেডিকেল দল নিয়ে গেছে এই বছর ভারতও তেমনটাই করছে। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে চিফ মেডিকেল অফিসার হিসেবে এই গেমসের জন্য নিয়োগ করা হয়েছে ডাক্তার দিনশ পার্দিওয়ালাকে। তাঁর নেতৃত্বেই একটা দল কাজ করবেন যারা গেমসে দলের ক্রীড়াবিদদের চোট থেকে তাদের রিকোভারি সবটা নিয়ে কাজ করবে।
এখানেই শেষ নয় এবারের অলিম্পিক গেমসে ভারতের ইতিহাসে প্রথমবার থাকছে একটি ডেডিকেটেড রিকোভারি এবং রিহ্যাবের ঘর। যেখানে অ্যাথলিটদের কোনও চোট লাগলে তাঁর চিকিৎসার পাশাপাশি রিহ্যাবের মধ্যে দিয়ে তাঁর সেরে ওঠা সবটাই মনিটর করবে পার্দিওয়ালার টিম। ঘটনাচক্রে এর আগেই ভারতীয় দলের সঙ্গে প্যারিসে যে ঘুম বিশেষজ্ঞ থাকবেন তা আগেই জানানো হয়েছিল। এবার সেই কারণে ভারতীয় অ্যাথলিটদের জন্য থাকছে স্লিপিং পডও। যেখানে ভারতীয় অ্যাথলিটরা নিশ্চিতে একটানা ঘুমাতে পারবেন। রিকোভারি, রিহ্যাবের পাশাপাশি পুষ্টিগত দিক, মানসিক স্বাস্থ্য এবং ঘুমের দিকটি লক্ষ্য রাখবে ডাক্তার দিনশ পার্দিওয়ালার এই টিম।
আরও পড়ুন… মেডেল জয়ে প্রথম ৩০টি দেশের মধ্যে থাকবে না ভারত, অলিম্পিক্স শুরুর আগেই এল উদ্বেগজনক পূর্বাভাস
প্রসঙ্গত ডাক্তার দিনশ পার্দিওয়ালা এই মুহূর্তে ভারতবর্ষের সেরা অর্থোপেডিক এবং স্পোর্টস বিষয়ক বিশেষজ্ঞ ডাক্তার। ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্তের ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পরে দ্রুত সেরে ওঠার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। কেন্দ্রীয় সরকারের ক্রীড়ামন্ত্রক, সাই এবং টপসের আওতায় এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। ডাক্তার দিনশ পার্দিওয়ালা এই মুহূর্তে মুম্বইয়ের কোকিলাবেন নার্সিংহোমের সঙ্গে যুক্ত। তাঁর দলে মোট ১৩ জন বিশেষজ্ঞ রয়েছেন, যারা প্যারিসে ক্রীড়াবিদদের মেডিকেল যে কোন সমস্যা মোকাবিলা করবেন। চিফ মেডিকেল ছাড়াও দলে রয়েছেন দুজন স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ, দুজন স্পোর্টস ফিজিশিয়ান, তিনজন ফিজিওথেরাপিস্ট রয়েছেন যারা রিকোভারি রুমে আসা অ্যাথলিটদের প্রতি নজর দেবেন। দুজন ম্যাসিওর, দুজন মেন্টাল কন্ডিশনিং কোচ, দুজন নিউট্রিশনিস্ট এবং একজন স্লিপ থেরাপিস্ট (ঘুম বিশেষজ্ঞ) মেডিকেল দলের অংশ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।