প্যারিস অলিম্পিক্সের সপ্তম দিনে ভারতের পারফরমেন্স-
প্রথম ভারতীয় পুরুষ শাটলার হিসেবে অলিম্পিক্সের সেমি ফাইনালে উঠলেন লক্ষ্য সেন। শুক্রবার তিনি হারিয়ে দেন চিনা তাইপেইয়ের চৌ তিয়েন চেনকে। প্রথম গেমে হেরে যাওয়ার পরও দুরন্তভাবে ফিরে আসেন ভারতের এই শাটলার, শেষ পর্যন্ত ২-১ ফলে ম্যাচ জিতে সেমিতে প্রবেশ করেন লক্ষ্য।
অস্ট্রেলিয়াকে ৫২ বছর পর হকিতে হারাল ভারতীয় দল। ১৯৭২ অলিম্পিক্সের পর ফের অজিদের হারাল টিম ইন্ডিয়া। খেলার ফল ৩-২, ক্রেগ ফুলটনের দলের হয়ে জোড়া গোল করেন হরমনপ্রীত সিং।
২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে জায়গা করে নেন মনু ভাকের। এষা সিং ব্যর্থ হলেও দুই রাউন্ডের যোগ্যতা অর্জনপর্বের শেষে নিজের ধারাবাহিকতা বজায় রাখেন মনু, শনিবার রয়েছে তাঁর ইভেন্টের ফাইনাল।
ধীরজ বোম্মাদেবারা এবং বাংলার মেয়ে অঙ্কিতা ভকত প্রথম ভারতীয় তিরন্দাজ হিসেবে এই বিভাগে অলিম্পিক্সের সেমিফাইনালে পৌঁছান। কোয়ার্টারে স্পেনকে হারালেও, এরপর সেমিতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরে যান তাঁরা। ব্রোঞ্জ মেডেল ম্যাচেও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরে পদক হাতছাড়া করেন তাঁরা। তীরে এসে তরী ডোবে তাঁদের।
ফলে শুক্রবার গেমসের সপ্তম দিনের ধারা যদি পরের খেলা ধরে রাখতে পারেন লক্ষ্য সেন, মনু ভাকেররা। তাহলে ভারতের পদক জয়ের সংখ্যা আরও বাড়তেই পারে। গতবার টোকিও অলিম্পিক্সে ভারতের পদক ছিল সাতটি, এবার সেই সংখ্যাই বাড়ানোর লক্ষ্য রয়েছে ভারতীয় ক্রীড়াবিদরা। তবে সিন্ধুদের ছিটকে যাওয়া কাজটা কিছুটা কঠিন করেছে, তা বলাই বাহুল্য।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।