২২ গজে ফের খারাপ খবর। কিছু দিন আগেই ছুটি কাটাতে গিয়ে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন শেন ওয়ার্ন। এ বার পরিবারের সঙ্গে ছুটি কাটাতে এসে হৃদরোগে আক্রান্ত হলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং নেদারল্যান্ডস পুরুষ টিমের প্রধান কোচ রায়ান ক্যাম্পবেল।
জানা গিয়েছে, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন ক্যাম্পবেল। তবে তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক। আইসিসির ওয়েবসাইটে বলা হয়েছে, ক্যাম্পবেল এখনও সাড়া দিচ্ছেন না।
আইসিসির ওয়েবসাইট অনুসারে, ৫০ বছর বয়সী ক্যাম্পবেল শনিবার তাঁর পরিবারের সঙ্গে বাইরে ঘুরতে বের হওয়ার সময়েই বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট অনুভব করেছিলেন। পথেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। ক্যাম্পবেলের একজন সাংবাদিক এবং পারিবারিক বন্ধুর মতে, রবিবার রাতে তাঁকে হাসপাতালে অচেতন অবস্থায় নিয়ে যাওয়া হয়। নেদারল্যান্ডস কোচের অবস্থা দেখে এক পথচারী হাসপাতালে নেওয়ার আগে তাঁকে সিপিআর দেন।
আরও পড়ুন: হেরে গেলেন দীর্ঘদিনের লড়াইয়ে, ৪১ বছরে প্রয়াত বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার
সম্প্রতি নেদারল্যান্ডসের জাতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে গিয়েছিলেন ক্যাম্পবেল। সেখানে তিন ম্যাচের এক দিনের সিরিজ ০-৩ ব্যবধানে হারে নেদারল্যান্ডস। টি-টোয়েন্টি সিরিজের আগে অবশ্য সাত দিনের ছুটি নিয়ে পার্থে নিজের বাড়ি ফিরেছিলেন ক্যাম্পবেল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।