Kolkata Knight Riders vs Rajasthan Royals IPL 2023: নাইট দলনায়ক নীতীশ রানার উইকেট নেওয়া মাত্রই আইপিএলের ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়েন যুজবেন্দ্র চাহাল।
দুর্দান্ত রেকর্ড যুজবেন্দ্র চাহালের। ছবি- এএফপি।
দরকার ছিল ১টি মাত্র উইকেট। ইডেনে বল হাতে নিয়েই লক্ষ্যে পৌঁছে যান যুজবেন্দ্র চাহাল। প্রথম ইনিংসের ১১তম ওভারে রাজস্থান রয়্যালস প্রথমবার বল করতে পাঠায় চাহালকে। দ্বিতীয় বলেই নাইট অধিনায়ক নীতীশ রানার উইকেট তুলে নেন যুজবেন্দ্র। সেই সুবাদে আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারে পরিণত হন তিনি।
চাহাল ভেঙে দেন ডোয়েন ব্র্যাভোর সর্বকালীন রেকর্ড। ইডেনে রানার উইকেটটি চাহালের আইপিএল কেরিয়ারের ১৮৪তম শিকার। এতদিন ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে সব থেকে বেশি উইকেট নেওয়ার নজির ছিল ক্যারিবিয়ান অল-রাউন্ডারের দখলে। তিনি ১৬১টি ম্য়াচের ১৫৮টি ইনিংসে বল করে ১৮৩টি উইকেট নিয়েছেন। এবার সেই রেকর্ড ছিনিয়ে নিলেন চাহাল। যুজবেন্দ্র ১৪৩টি ম্যাচের ১৪২টি ইনিংসে বল করে রেকর্ড নিজের নামে করেন। অর্থাৎ, ব্র্যাভোর থেকে ১৬টি কম ইনিংসে বল করেই আইপিএলের ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়েন চাহাল।
ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ২৫ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন যুজবেন্দ্র চাহাল। নীতীশ রানা ছাড়াও তিনি সাজঘরে ফেরান বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং ও শার্দুল ঠাকুরকে। সেই সুবাদে আইপিএল ২০২৩-র সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে বেগুনি টুপিও মাথায় পরেন চাহাল। অর্থাৎ, এই মুহূর্তে চলতি আইপিএলের এবং ইন্ডিয়ান প্রিমিয়র লিগের সার্বিক ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারী হলেন যুজবেন্দ্র। চাহাল এবারের আইপিএলে এখনও পর্যন্ত ১২ ম্যাচে বল করে ২১টি উইকেট নিয়েছেন।
ইডেনে চাহালের দুরন্ত বোলিংয়ে ভর করেই রাজস্থান তাদের জয়ের পথ চওড়া করে। কেকেআরকে তাদের ঘরের মাঠে ৮ উইকেটে ১৪৯ রানে আটকে রাখে রয়্যালস। পরে যশস্বী জসওয়াল ও সঞ্জু স্যামসনের ব্যাটিং তাণ্ডবে অনায়াসে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান। তারা ১৩.১ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১৫১ রান তুলে ম্যাচ জিতে যায়। মাত্র ১৩ বলে হাফ-সেঞ্চুরি করা যশস্বী অপরাজিত থাকেন ৯৮ রানে। স্যামসন নট-আউট থাকেন ৪৮ রান করে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।