ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ অগস্ট থেকে শুরু হতে চলা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের স্কোয়াড কিছুটা প্রত্যাশিতই ছিল। তরুণদের নিয়েই মূলত এই স্কোয়াড তৈরি করা হয়েছে। যেখানে বিরাট কোহলি এবং রোহিত শর্মারা জায়গা পাননি। তিলক বর্মা প্রথম বার জাতীয় দলে ডাক পেলেন। ২০২৩ সালের আইপিএলে ভালো খেলার সুবাদে যশস্বী জয়সওয়াল এবং তিলক বর্মাকে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে। এবং পরের বছরের বিশ্বকাপের জন্য তাঁদের পারফরম্যান্সের দিকে নজর থাকবে সকলের। নব নিযুক্ত বিসিসিআই চেয়ারম্যান অজিত আগরকার ১৫ জনের স্কোয়াডের ঘোষণা করেন। মনে করা হচ্ছে, টি-টোয়ন্টি ক্রিকেটে এই তরুণ ব্রিগেডই হার্দিকের নেতৃত্বে ভারতকে এগিয়ে নিয়ে যাবে।
আরও পড়ুন: গলি থেকে রাজপথ- ধার করা ব্যাটে সেঞ্চুরি থেকে জাতীয় দলে সুযোগ, লড়াইটা খুব কঠিন ছিল তিলকের
তবে বেশ কিছু তরুণ আবার সুযোগ না পেয়ে হতাশা প্রকাশ করেছেন। প্রকৃতপক্ষে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের জন্য বাছাই করা টি-টোয়েন্টি স্কোয়াড থেকে প্রায় ছয় জন খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়, ওয়াশিংটন সুন্দর, পৃথ্বী শ', রাহুল ত্রিপাঠি, জিতেশ শর্মা এবং দীপক হুডা। যদিও এঁদের মধ্যে থেকে কিছু খেলোয়াড় আয়ারল্যান্ড সফরের দলে থাকতে পারেন। প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি শেষ হলেই এক সপ্তাহের ব্যবধানে আয়ারল্যান্ড সফর রয়েছে।
আরও পড়ুন: বিশ্বকাপের আগেই রিঙ্কুর সামনে খুলতে পারে জাতীয় দলের দরজা, এবার কেন ভারতের T20 স্কোয়াডে জায়গা হল না KKR তারকার?
এদিকে কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং-কে এই স্কোয়াডে না রাখা নিয়ে তীব্র চর্চা হচ্ছে। এর মাঝেই কেকেআর-এর স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন নীতিশ রানাও নিজের হতাশা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার রিঙ্কুর নামে ইনস্টা স্টোরিতে একটি হতাশাজনক পোস্ট শেয়ার করা হয়েছে। তবে সেটি রিঙ্কু কিনা, তা যাচাই করা যায়নি। অন্যদিকে নীতিশ রানা বাদ পড়ার পর একেবারেই চুপ করে থাকেননি। এবং দল ঘোষণার পরপরই একটি রহস্যময় টুইট পোস্ট করেছেন। টুইটে লেখা, ‘খারাপ দিনগুলি আরও ভাল দিন তৈরি করে’। নীতিশ টুইটটি করার পরেই তা হুহু করে ভাইরাল হয়ে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।