
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
দুর্নীতির দায়ে ক্রিকেট থেকে নির্বাসিত দানেশ কানেরিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন জাভেদ মিয়াঁদাদ। তাঁর দাবি, টাকার জন্য কানেরিয়া যা খুশি তাই বলতে পারেন।
সংবাদসংস্থা পিটিআইকে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেন, 'আমরা কী চাইছি, সেটাই বুঝতে পারছি না। যদি কানেরিয়ার বিষয়ে বলেন, তাহলে (বলতে পারি) উনি টাকার জন্য যা খুশি বলতে পারেন। ক্রিকেটে ওঁর কোনও বিশ্বাসযোগ্যতা নেই।'
কাউন্টি ক্রিকেটে ফিক্সিংয়ের দায়ে নির্বাসিত প্রাক্তন পাকিস্তানি স্পিনার। মিয়াঁদাদ বলেন, 'ক্রিকেটে দুর্নীতির জন্য যিনি সারাজীবন নির্বাসনে রয়েছেন, তাঁকে আপনারা কীভাবে বিশ্বাস করেন? কে নিজের দেশের নাম ছোটো করেছে? ২০০০ সালের শুরুর দিকে আমি পাকিস্তানের হেড কোচ ছিলাম। কানেরিয়া দলে ছিলেন। আমি এমন একটিও ঘটনা মনে করতে পারছি না, যখন হিন্দু হওয়ার জন্য কানেরিয়ার কোনও সমস্যা হয়েছে।'
মিয়াঁদাদের দাবি, হিন্দুদের প্রতি পাকিস্তানের বিরূপ মনোভাব থাকলে কানেরিয়া কখনও সবুজ জার্সিতে খেলার সুযোগই পেতেন না। মিয়াঁদাদের কথায়, 'পাকিস্তান তাঁকে এত স্বীকৃতি দিয়েছে। টেস্টে ১০ বছর খেলেছেন। ধর্ম নিয়ে কোনও সমস্যা থাকলে সেটা সম্ভব হত? ধর্ম নিয়ে পাকিস্তান ক্রিকেটে কখনও ভেদাভেদ নেই।'খন
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports