মঙ্গলবার থেকে ইডেনে শুরু হবে চলতি আইপিএলের প্লে-অফ পর্বের ম্যাচ। এখানে মূলত কোয়ালিফায়ার ওয়ান এবং এলিমেনটর ম্যাচটি হবে। সেই দুই মেগা ম্যাচের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সিএবি-র তরফে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। আর সেই আমন্ত্রণ পেয়ে পাল্টা শুভেচ্ছাবার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী নিজেও।
আরও পড়ুন: পুজোয় বুর্জ খলিফার সৃষ্টিকারীর জাদুতে সাজছে ইডেন, বৃষ্টি নিয়েই চিন্তা
সিএবির তরফে আমন্ত্রণ বার্তা পাওয়ার পর পাল্টা শুভেচ্ছা বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সিএবি-কে অনেক অনেক ধন্যবাদ। আমি ভীষণ সম্মানিত বোধ করছি। আর একই সঙ্গে খুব খুশি। এত দিন বাদে কলকাতায় আবার আইপিএলের আসর বসতে চলেছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।