IPL 2023: টপকে গেলেন গিলকে, কমলা টুপির লড়াইয়ে বড় লাফ যশস্বীর, বেগুনি টুপিতে টক্কর শামি-রশিদের
Updated: 20 May 2023, 10:40 AM IST Prosenjit Chaki 20 May 2023 IPL 2023, Faf du Plessis, Shubman Gill, Yashasvi Jaiswal, Virat Kohli, Devon Conway, Mohammad Shami, Rashid Khan, Piyush Chawla, Varun Chakravarthy, আইপিএল ২০২৩, ফাফ ডুপ্লেসি, শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, ডেভন কনওয়ে, মহম্মদ শামি, রশিদ খান, পীযূষ চাওলা, বরুণ চক্রবর্তীপঞ্জাব কিংসের বিরুদ্ধে অর্ধশতরান করতেই গিলকে টপকে কমলা টুপির দৌড়ে দ্বিতীয় স্থানে চলে এলেন যশস্বী জয়সওয়াল। সেই সঙ্গে বেগুনি টুপির জন্য মহম্মদ শামির সঙ্গে টক্কর দিচ্ছেন রশিদ খান।
এবারের আইপিএলে ব্যাট হাতে প্রায় প্রতি ম্যাচেই বড় রান করে চলেছেন রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়াল। শেষ ম্য়াচে পঞ্জাব কিংসের বিরুদ্ধেও অর্ধশতরান করেন তিনি। আর সেই সঙ্গে কমলা টুপির দৌড়ে গিলকে টপকে দ্বিতীয় স্থানে চলে এলেন এই তরুণ। এখনও পর্যন্ত ১৪টি ম্যাচ খেলে ৬২৫ রান করেছেন তিনি। তাঁর ব্যাটিং গড় ৪৮.০৮। সর্বোচ্চ ১২৪। (ছবি-এএনআই)
পরবর্তী ফটো গ্যালারি