
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মোহালিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে যখন আরসিবির হয়ে টস করতে নামেন বিরাট কোহলি, নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেটমহল। কোহলিকে ব্যাঙ্গালোরের নেতৃত্বে ফিরতে দেখে জল্পনা শুরু হয়ে যায় যে, তবে কি ফের পাকাপাকিভাবে আরসিবিকে নেতৃত্ব দিতে দেখা যাবে বিরাটকে?
কোহলি অবশ্য সেই সম্ভাবনা নিজেই খারিজ করে দেন। পঞ্জাব ম্যাচে টসের পরে কোহলি জানান যে, ফ্যাফ ডু'প্লেসি সামান্য অস্বস্তিতে রয়েছেন। তিনি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে পারবেন, তবে ফিল্ডিং করতে পারবেন না। তাই তিনি নেতৃত্ব দিতে নামেন আরসিবিকে।
পঞ্জাব ম্যাচে ফ্যাফ স্বচ্ছন্দ্যে ব্যাট করেন। যদিও ফিল্ডিং করতে নামেননি। তবে আশা করা হয়েছিল যে, ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আরসিবির নেতৃত্বে ফিরবেন ডু'প্লেসি। যদিও সেই একই ছবি দেখা যায় চিন্নাস্বামীতেও। রবিবার রাজস্থান দলনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গে আরসিবির হয়ে টস করতে নামেন কোহলি।
সঙ্গত কারণেই জল্পনার আগুনে ঘি পড়ে যে, আরসিবির কি এটি ট্যাকটিক্যাল পদক্ষেপ? ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ফ্যাফ ডু'প্লেসিকে ব্যবহার করতেই কি কোহলির হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেয় তারা? কোহলি এবারও জল্পনার বেলুনে পিন ফোটান।
রাজস্থানের বিরুদ্ধে টস হারার পরে কোহলি ক্যাপ্টেন্সি প্রসঙ্গে বলেন, ‘আমাকে গত ম্যাচের সময়ই বলা হয়েছিল যে, তোমাকে হয়ত গোটা দু’য়েক ম্যাচে ক্যাপ্টেন্সি করতে হবে। মাইক হেসন আমাকে জিজ্ঞাসা করেন অসুবিধা আছে কিনা। আমি শুধু নিজের টস রেকর্ডের কথা ভাবছিলাম। কেননা আমার টস রেকর্ড মোটেও ভালো নয়।'
সুতরাং, কোহলির আরসিবির নেতৃত্বে ফেরা যে সাময়িক, পাকাপাকিভাবে নয়, সেটা স্পষ্ট হয়ে যায় বিরাটের কথায়। এখন দেখার যে, ডু'প্লেসি কবে কোহলির হাত থেকে নেতৃত্বের ব্যাটন ফিরিয়ে নেন। ফ্যাফ অবশ্য রাজস্থান ম্যাচেও কোহলির সঙ্গে ওপেন করতে নামে।
উল্লেখ্য, কোহলি ২০২১ সালের আইপিএল শেষ হওয়ার পরেই আরসিবির নেতৃত্ব ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন। ফলে গত মরশুম থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নেতৃত্ব দিচ্ছেন ডু'প্লেসি। তবে এবার আপৎকালীন পরিস্থিতিতে বিরাট ৫৫৫ দিন পরে আরসিবির নেতৃত্বে ফেরেন। এই নিয়ে পরপর ২টি ম্যাচে তিনি ব্যাঙ্গালোরের হয়ে টস করতে নামেন।
যদিও কোহলির আশঙ্কা সত্যি হয় শেষমেশ। কেননা চলতি আইপিএলে দু'টি ম্যাচে নেতৃত্ব দিতে নেমে ২টিতেই টস হারেন বিরাট। চিন্নাস্বামীতে টস হেরে শুরুতে ব্যাট করতে হয় আরসিবিকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports