আইপিএল ২০২১-এর সর্বোচ্চ উইকেট শিকারি হার্ষাল প্যাটেলকে ধরে রাখেনি তার পুরানো ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আইপিএল ২০২২ মেগা নিলামে বেগুনি ক্যাপ জয়ী বোলারকে পেতে পারেন বাকি সকল ফ্র্যাঞ্চাইজি। তবে তার মাঝে হার্ষাল প্যাটেল জানিয়েছেন তিনি আইপিএল ২০২২-এ কোন দলের হয়ে খেলতে চান। নিজের উত্তর জানাতে গিয়ে হার্ষাল প্যাটেল নিজের প্রিয় অধিনায়কের নামও জানান।
আইপিএলের গত মরশুমে ৩২ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন হার্ষাল প্যাটেল। এর ফলে আইপিএলের ইতিহাসে এক মরশুমে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হয়েছেন তিনি। ২০২১ মরশুমে তিনি আরসিবি এর হয়ে বোলিং করার সময় মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হ্যাটট্রিকও করেছিলেন তিনি। পার্পল ক্যাপ জেতার বোলারও হয়েছিলেন। কিন্তু এত কিছুর পরও আরসিবি দল তাকে ধরে রাখেনি।
মেগা নিলামের আগে হার্ষাল প্যাটেল জানালেন তিনি কোন দলের হয়ে আসন্ন আইপিএল খেলতে চান। হরিয়ানার বোলার, ক্রিকট্র্যাকারের সাথে কথা বলার সময় জানান যে তিনি এই বছর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের হয়ে বল করতে চান। আসলে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কোন দলের হয়ে আইপিএল খেলতে চান? সেই সময় তিনি চেন্নাই সুপার কিংসের নাম নেন।
উল্লেখ্য, সেরা অধিনায়কের কথা জিজ্ঞেস করলেও মহেন্দ্র সিং ধোনির নাম নিয়েছিলেন হার্ষাল প্যাটেল। ধোনির নেতৃত্বে চেন্নাই দল চারবার আইপিএল শিরোপা জিতেছে। সেই সঙ্গে ধোনি অধিনায়কত্ব করে ভারতীয় দলকে অনেক কৃতিত্ব দিয়েছেন। আইপিএলের মেগা নিলাম ১২-১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।