১৯৩ রান খরচ করার পরে নিজেরা ১৪৩ রানে আটকে ম্য়াচ হারলে অজুহাত দেওয়ার মতো বিষয় খুঁজে পাওয়া মুশকিল। লখনউ সুপার জায়ান্টসের কাছে ৫০ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পরে দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নারও তেমনই ব্যর্থতার অজুহাত হাতড়ে বেড়ালেন। এক্ষেত্রে লখনউ ভালো ব্যাট করেছে, মার্ক উড ভালো বল করেছেন বলে প্রতিপক্ষকে কৃতিত্ব দেওয়া ছাড়া উপায় ছিল না তাঁর। তবে ইঙ্গিতে শুনিয়ে রাখতে ছাড়লেন না যে, কাইল মায়ের্সের ক্যাচ ছাড়ার বড়সড় মাশুল দিতে হয়েছে দলকে।
ম্য়াচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়ার্নার হারের জন্য যে কারণগুলি তুলে ধরেন, তার প্রতিটাই যথার্থ। লখনউ তুলনায় কঠিন পিচে দুর্দান্ত ব্যাট করেছে সন্দেহ নেই। সব বোলাররা যখন বিস্তর রান খরচ করেছেন, তখন মার্ক উডের ১৪ রানে ৫ উইকেটকে কুর্নিশ জানাতেই হয়। তার থেকেও বড় কথা, কাইল মায়ের্সের ক্যাচ ছেড়েই যে ম্যাচ হারের রাস্তা তৈরি করে ফেলে দিল্লি, সেকথাও অস্বীকার করা যাবে না কোনওভাবেই।
দিল্লির পেসাররা পাওয়ার প্লে-তে দুর্দান্ত বল করেন। লোকেশ রাহুলকে সস্তায় ফিরিয়ে দেন চেতন সাকারিয়া। তবে প্রথম ইনিংসের ৫.৩ ওভারে চেতন সাকারিয়ার বলেই কাইল মায়ের্সের অতি সহজ ক্যাচ ছাড়েন খলিল আহমেদ। মায়ের্স তখন ১৪ রানে ব্যাট করছিলেন।
আরও পড়ুন:- LSG vs DC IPL 2023: মার্ক উডের ৫ উইকেটে দিল্লিকে দুমড়ে দিলেন লোকেশ রাহুলরা
জীবনদান পাওয়ার পরে ব্যাট হাতে ঝড় তোলেন মায়ের্স। তিনি ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ২৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শেষমেশ ২টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৭৩ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে মাঠ ছাড়েন ক্যারিবিয়ান তারকা। মায়ের্সের এই ইনিংসের সুবাদেই ১৬০-১৭০ রানের পিচে ১৯০ টপকে যায় লখনউ, শেষমেশ যার নাগাল পাওয়া সম্ভব হয়নি দিল্লির পক্ষে।
ওয়ার্নার জানান, মায়ের্সের ওই ক্যাচ মিসটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। ডেভিড বলেন, ‘কেউই ক্যাচ মিস করতে চায় না। তবে ওখান থেকেই ম্যাচের মোড় কিছুটা ঘুরে যায়। তার জন্য লখনউয়ের কৃতিত্বকে অস্বীকার করা যাবে না। ওরা এমন একটা পিচে দুর্দান্ত ব্যাট করে, যেখানে আমার মনে হয়েছিল ১৭০ রান উঠতে পারে।’
আরও পড়ুন:- PBKS vs KKR IPL 2023: ভিলেন বৃষ্টি, পঞ্জাবের কাছে আইপিএলের শুরুতেই হার কলকাতার
ওয়ার্নার আরও বলেন, ‘আমরা পার্টনারশিপ গড়তে পারিনি, যদিও তাতে মার্ক উডের কৃতিত্বকে এতটুকু খাটো করা যাবে না। ও একজন ব্যতিক্রমী বোলার। আজ ও নিজের প্রতিভা ও অভিজ্ঞতার যথার্থ ছাপ রেখেছে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।