বুধবার কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে জিতলেই নিশ্চিত হয়ে যাবে প্লে-অফ। তবে আইপিএলের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে লখনউ সুপার জায়েন্টস শেষ করতে পারবে কিনা, তা নির্ভর করছে রাজস্থান রয়্যালসের উপর।
কীভাবে প্লে-অফে উঠতে পারবে লখনউ?
১) একটা সময় প্লে-অফে প্রথম দুইয়ে শেষ করার ক্ষেত্রে এগিয়ে ছিল লখনউ। কিন্তু পরপর দুটি ম্যাচ হেরে গিয়ে বিপাকে পড়ে গিয়েছেন কেএল রাহুলরা। আপাতত ১৩ ম্যাচে তাঁদের ঝুলিতে ১৬ পয়েন্ট আছে। বুধবার কেকেআরের বিরুদ্ধে জিতলেই প্লে-অফের টিকিট নিশ্চিত হয়ে যাবে।
আরও পড়ুন: IPL 2022: LSG-কে না হারালে সব আশা শেষ, প্লে-অফের লড়াইয়ে টিকতে ৫টি জিনিস KKR-কে করতেই হবে
২) প্লে-অফের টিকিট নিশ্চিত হয়ে গেলেও (কেকেআরকে হারিয়ে দেবে ধরে) প্রথম দুইয়ে শেষ করতে পারবে কিনা, তা নিয়ে ঘোর অনিশ্চয়তা আছে। আজ জিতে গেলে ১৪ ম্যাচে লখনউয়ের পয়েন্ট হবে ১৮। আগামী শুক্রবার (২০ মে) চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রাজস্থান জিতে গেলে সঞ্জু স্যামসনদের পয়েন্টও ১৮ হবে। সেক্ষেত্রে নেট রানরেটের ভিত্তিতে ঠিক হবে যে কোন দ্বিতীয় স্থানে শেষ প্রথম কোয়ালিফায়ারে খেলবে।
আপাতত রাজস্থানের নেট রানরেট +০.৩০৪। লখনউয়ের নেট রানরেট কিছুটা কম +০.২৬২। সেই পরিস্থিতিতে কেকেআরের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে নেট রানরেট বাড়িয়ে নিতে চাইবেন রাহুলরা। যাতে নেট রানরেটের নিরিখে রাজস্থানের সঙ্গে লড়াই হলে এগিয়ে থাকতে পারেন।
৩) আজ যদি লখনউ হেরে যায়, তাহলেও প্লে-অফে ওঠার সম্ভাবনা থাকবে। সেজন্য অবশ্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটালসের হার প্রার্থনা করতে হবে লখনউকে। বিরাট কোহলি এবং ঋষভ পন্তরা জিতে গেলে সার্বিকভাবে পাঁচ দলের পয়েন্ট ১৬ বা তার বেশি হবে।
আরও পড়ুন: KKR Playoffs Chances: শুধু LSG-কে হারালে চলবে না, এই ৩ অঙ্ক মিললে তবেই প্লে-অফে উঠবে KKR
গুজরাট টাইটানস ইতিমধ্যে প্লে-অফে পৌঁছে গিয়েছে। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট আছে রাজস্থানের। শেষ ম্যাচ জিতে গেলে ১৮ পয়েন্ট হবে। তখন দ্বিতীয় দল হিসেবে রাজস্থান প্লে-অফে উঠে যাবে। বাকি দুটি জায়গার জন্য লড়াই হবে ব্যাঙ্গালোর, দিল্লি এবং লখনউয়ের (বিরাট ও পন্তরা শেষ ম্যাচ জিতেছেন ধরে)। তখন নেট রানরেটের নিরিখে দুটি দল প্লে-অফে যাবে। আপাতত দিল্লির নেট রানরেট +০.২৫৫। ব্যাঙ্গালোরের +০.৩২৩। ফলে লখনউ অবিশ্বাস্য ব্যবধানে না হারলে এবং ব্যাঙ্গালোর অবিশ্বাস্য ব্যবধানে না জিতলে দিল্লির সঙ্গে প্লে-অফে উঠে যাবে গৌতম গম্ভীরের দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।