মুখ্যমন্ত্রীর সফরের আগে সামসেরগঞ্জ থানার অপসারিত ওসিসহ ২ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করলেন জঙ্গিপুরের পুলিশ সুপার। চলতি মাসে মুর্শিদাবাদে হিন্দু বিরোধী দাঙ্গার পর তাদের ক্লোজ করা হয়েছিল। শনিবার তাঁদের সাসপেন্ড করেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ। সাসপেন্ড করা হয়েছে সামসেরগঞ্জ থানার তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ ও তৎকালীন সেকেন্ড অফিসার জালালউদ্দিন আহমেদকে।
ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতার নামে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ, ধুলিয়ান ও সুতির বিস্তীর্ণ এলাকায় শুরু হয় হিন্দুদের ওপর হামলা। হিন্দুদের দোকান – পাট ঘরবাড়ি ভাঙচুর করা হয় নির্বিচারে। এমনকী পুলিশকে ফোন করেও কোনও সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ করেন আক্রান্ত হিন্দুরা। সেই ঘটনার পর সামসেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষকে ক্লোজ করা হয়। শুরু হয় বিভাগীয় তদন্ত। সেই তদন্ত চলাকালীনই মুখ্যমন্ত্রীর সফরের আগে সাসপেন্ড করা হল তাঁকে। বর্তমানে সামসেরগঞ্জ থানার দায়িত্ব সামলাচ্ছেন সুব্রত ঘোষ।
প্রশাসনের এই পদক্ষেপকে যদিও চোখে ধুলো দেওয়ার চেষ্টা বলে দাবি করেছেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শংকর ঘোষ। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশেই গোটা রাজ্যের পুলিশ একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকে এটা সবার জানা। কারণ তারা তৃণমূলের ভোটব্যাঙ্ক। ওসির কাছে যেরকম নির্দেশ ছিল তিনি তেমনই কাজ করেছেন। এখন তাঁকে সাসপেন্ড করে নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করছেন মমতা। কিন্তু মানুষ জানে পুলিশ কেন সেদিন থানা থেকে বেরোয়নি। ফলে এসব করে লাভ হবে না। গোটা দেশের হিন্দুরা বুঝে গেছেন যে একমাত্র বিজেপির শাসনেই তারা নিরাপদ। পশ্চিমবঙ্গের হিন্দুরাও সেটা বুঝতে শুরু করেছেন।’