বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > KKR vs DC Qualifier 2: চাপের মুখে ছক্কা হাঁকিয়ে কলকাতাকে জেতালেন রাহুল ত্রিপাঠি
KKR vs DC Qualifier 2: চাপের মুখে ছক্কা হাঁকিয়ে কলকাতাকে জেতালেন রাহুল ত্রিপাঠি
7 মিনিটে পড়ুন Updated: 13 Oct 2021, 11:21 PM ISTTania Roy
চেন্নাই সুপার কিংসের কাছে হেরে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু শেষ রক্ষা হল না। কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে ছিটকে যেতে হল গত বারের রানার্স দিল্লিকে। ফাইনালে পৌঁছে গেল কলকাতা।
শেষ বলে ছক্কা হাঁকিয়ে নাইটদের জেতান রাহুল ত্রিপাঠি।
সহজ ম্যাচকে কঠিন করে শেষ পর্যন্ত অবশ্য জিতল নাইট রাইডার্স। গত বার প্লে অফে পৌঁছতে পারেনি কলকাতা। এ বার তাদের লক্ষ্য থাকবে, চ্যাম্পিয়ন হয়ে সব আফসোস মিটিয়ে নেওয়া। একেবারে পিছনে থেকে আইপিএলের দ্বিতীয় পর্ব কলকাতা থেকে শুরু করেছিল। কিন্তু ধীরে ধীরে নিজেদের পারফরম্যান্সে উন্নতি করে এ বার ফাইনালে পৌঁছে গেল শাহরুখ খানের দল।
13 Oct 2021, 11:21 PM IST
টানটান উত্তেজনার ম্যাচে ৩ উইকেটে জয় ছিনিয়ে নিল কলকাতা
অবশেষে স্বস্তি। কলকাতার যখন কোণঠাঁসা পরিস্থিতি, তখন কলকাতাকে জয়ে ফেরালেন রাহুল ত্রিপাঠি। ২ বলে ৬ রান দরকার ছিল। তার আগে অশ্বিন পরপর দুই বলে শাকিব এবং নারিনকে ফিরিয়ে মারাত্মক চাপ তৈরি করেছেন। এই চাপের মধ্যে ঠাণ্ডা মাথায় ছক্কা হাঁকিয়ে বাজিমাত করে বুধবারের ম্যাচের বাজিগর রাহুল ত্রিপাঠি। কলকাতা নাইট রাইডার্স ৩ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে ফাইনা্লে পৌঁছে গেল। শুক্রবার ফাইনালে চেন্নাইয়ের মুখোমুখি হবে কলকাতা।
13 Oct 2021, 11:14 PM IST
শাকিব, নারিন আউট
৩ বলে চাই ৬ রান। এই পরিস্থিতিতে ০ করে সাজঘরে ফিরলেন শাকিব আল হাসান। তাঁর পরিবর্তে সুনীল নারিন নেমে তিনিও প্রথম বলেই ০ রান করে সাজঘরে ফিরলেন। হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে অশ্বিন।
13 Oct 2021, 11:09 PM IST
মর্গ্যান আউট
এ রকম উত্তেজনার ম্যাচে কলকাতাকে না জিতিয়ে দায়িত্বজ্ঞানহীন ভাবে নরকিয়ার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেলেন কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান। ১৯ ওভারে ৫ উইকেটে ১২৯ রান কলকাতার। ৬ বলে চাই ৭ রান।
13 Oct 2021, 11:02 PM IST
দীনেশ কার্তিক আউট
৩ বল খেলে ০ রান করে সাজঘরে ফিরলেন দীনেশ কার্তিক। তাঁকে বোল্ড করেন রাবাডা। জেতার মতো জায়গায় গিয়েও পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছে কলকাতা। ১২ বলে চাই ১০ রান। পারবে নাইট রাইডার্স জিততে? ক্রিজে রয়েছেন রাহুল ত্রিপাঠি এবং ইয়ন মর্গ্যান।
13 Oct 2021, 10:56 PM IST
শুভমন গিল আউট
৪ রানের জন্য অর্ধশতরান হল না শুভমন গিল। ৪৬ বলে ৪৬ রান কলকাতার। আবেশ খানের বলে ক্যাচ ধরেন পন্ত। ১৩ থেকে ১৭ ওভারের মধ্যেই ৩ উইকেট হারাল কলকাতা। ১৭ ওভারে ৩ উইকেটে ১২৫ রান কেকেআর-এর। দীনেশ কার্তিক এবং রাহুল ত্রিপাঠি ক্রিজে রয়েছেন।
13 Oct 2021, 10:50 PM IST
নীতিশ রানা আউট
১২ বলে ১৩ রান করে আউট হলেন নীতিশ রানা। এনরিকের বলে হেটমায়ার ক্যাচ ধরেছেন। পরিবর্তে রাহুল ত্রিপাঠি নেমেছেন। ৪৩ বলে ৪৫ রান করেছেন কলকাতা। ১৬ ওভারে ২ উইকেটে ১২৩ রান কেকেআর-এর।
13 Oct 2021, 10:42 PM IST
কেকেআর-এর ইনিংস ১৫ ওভার: ১১৩/১
৩০ বলে চাই ২৩ রান। হাতে রয়েছে ৯ উইকেট। ১৫ ওভারে ১ উইকেটে ১১৩ রান কলকাতার। ৪০ বলে ৩৭ রান গিলের। ৯ বলে ১১ রান রানার।
13 Oct 2021, 10:33 PM IST
আইয়ার আউট
৪১ বলে ৫৫ রান করে রাবাডার বলে পরিবর্তে নামা স্মিথের হাতে ক্যাচ দেন ভেঙ্কটেশ আইয়ার। ১৩ ওভারে ৯৮ রান কলকাতার। আইয়ারের পরিবর্তে নীতিশ রানা নেমেছেন। ৩৪ বলে ৩২ রান গিলের। ৩ বলে ১ করেছেন রানা।
13 Oct 2021, 10:28 PM IST
অর্ধশতরান করে ফেললেন ভেঙ্কটেশ
মরশুমের তৃতীয় অর্ধশতরান করে ফেললেন ভেঙ্কটেশ আইয়ার। ৩৮ বলে ৫০ রান করে ফেলেন ভেঙ্কটেশ আইয়ার। ১২ ওভারে ৯২ রান করে ফেলেছে কলকাতা। ৩৩ বলে ৩১ রান নাইট রাইডার্সের। ৩৯ বলে ৫১ রান আইয়ারের।
13 Oct 2021, 10:18 PM IST
কেকেআর-এর ইনিংস ১০ ওভার: ৭৬/০
৬০ বলে চই ৬০ রান। ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৭৬ রান কলকাতার। ৩৩ বলে ৪৪ করেছেন আইয়ার। ২৭ বলে ২৭ রান গিলের।
13 Oct 2021, 10:13 PM IST
কেকেআর-এর ইনিংস ৯ ওভার: ৬৭/০
৯ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬৭ রান করেছে কলকাতা ৬৬ বলে ৬৯ রান দরকার। ২৫ বলে ২৬ রান গিলের। ২৯ বলে ৩৭ রান আইয়ারের।
13 Oct 2021, 09:57 PM IST
কেকেআর-এর ইনিংস ৬ ওভার: ৫১/০
আবেশ খানের ওভারে ৯ রান নিল কলকাতা। ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫১ রান তাদের। ২০ বলে ৩১ রান করেছেন আইয়ার। গিলের সংগ্রহ ১৬ বলে ১৭ রান।
13 Oct 2021, 09:54 PM IST
কেকেআর-এর ইনিংস ৫ ওভার: ৪২/০
রাবাডার ওভারে ১২ রান নিল কলকাতা। ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৪২ রান কেকেআর-এর। ১৪ বলে ১৬ রান গিলের। আইয়ার করেছেন ১৬ বলে ২৩ রান।
13 Oct 2021, 09:48 PM IST
কেকেআর-এর ইনিংস ৪ ওভার: ৩০/০
অক্ষর প্যাটেলের এই ওভারে ৯ রান নিল কলকাতা। ৪ ওভারে ৩০ রান কেকেআর-এর। ১৩ বলে ১৭ রান আইয়ারের। ১১ বলে ১৩ রান গিলের।
13 Oct 2021, 09:44 PM IST
কেকেআর-এর ইনিংস ৩ ওভার: ২১/০
এই ওভারে ৬ রান নিল কলকাতা। ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২১ রান কলকাতার। ৮ বলে ১১ রান গিলের। ১০ বলে ১০ রান আইয়ারের।
13 Oct 2021, 09:40 PM IST
কেকেআর-এর ইনিংস ২ ওভার: ১৫/০
দ্বিতীয় ওভারে ৯ রান হল কলকাতার। ২ ওভারে ১৫ রান করেছে গিল-আইয়ার জুটি। ৮ বলে ৮ রান ভেঙ্কটেশ আইয়ারের। ৪ বলে ৭ রান শুভমন গিলের।
13 Oct 2021, 09:36 PM IST
কেকেআর-এর ইনিংস ১ ওভার: ৬/০
ভেঙ্কটেশ আইয়ার (২ বলে ৫ রান) এবং শুভমন গিল (৪ বলে ১ রান) প্রথম ওভারে ৬ রান করেছে। একটি চার মেরেছিলেন শুভমন।
13 Oct 2021, 09:31 PM IST
রান তাড়া করা শুরু কেকেআর-এর
রান তাড়া করতে নেমে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। ওপেন করেছেন শুভমন গিল এবং ভেঙ্কটেশ আইয়ার। পারবে কি কলকাতা ১৩৬ রান করতে?
13 Oct 2021, 09:21 PM IST
৫ উইকেট ১৩৫ করে দিল্লি
শেষ ওভারে শিবম মাভি ১৫ রান দিয়ে বসে থাকলেন। তাতে দিল্লির স্কোর এক লাফে ১২০ থেকে ১৩৫ রানে পৌঁছে যায়। ২৭ বলে ৩০ রান করে অপরাজিত থাকলেন শ্রেয়স আইয়ার। শিখরের ৩৬ আর আইয়ারের ৩০ বাদ দিলে টিমের বাকিরা কেউ ২০-র গণ্ডিই টপকাতে পারেননি। ২ উইকেট নিয়েছেন বরুণ এবং ১টি করে উইকেট নিয়েছেন লকি ফার্গুসন এবং শিবম মাভি। কলকাতাকে ১৩৬ রান করতে হবে। লক্ষ্যটা কিন্তু খুব কঠিন, এমনটা নয়।
13 Oct 2021, 09:09 PM IST
হেটমায়ার আউট
১৭ নম্বর ওভারে প্রাণ ফিরে পেয়ে ১৮ নম্বর ওভারে দু'টি ছক্কা হাঁকান হেটমায়ার। অবশেষে ১০ বে ১৭ রান করে রানআউট হলেন হেটমায়ার। ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২০ রান দিল্লির। ক্রিজে রয়েছেন শ্রেয়স আইয়ার (২৩ বলে ১৭ রান) এবং অক্ষর প্যাটেল (২ বলে ২ রান)।
13 Oct 2021, 08:59 PM IST
প্রাণ ফিরে পেলেন হেটমায়ার
আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। লং অনে শুভমন গিল ক্যাচও ধরেছিলেন। ক্যাচ আউট হওয়ায় সোজা মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। তার পর দেখা যায়, বরুণ চক্রবর্তীর বলটি ছিল আসলে নো-বল। প্রাণে বাঁচলেন হেটমায়ার। সঙ্গে ফ্রি-হিট পেল দিল্লি। ১৭ ওভারে ৪ উইকেটে ৯৯ রান দিল্লির।
13 Oct 2021, 08:47 PM IST
পন্ত আউট
৬ বলে ৬ রান করে সাজঘরে ফিরলেন পন্ত। লকি ফার্গুসনের বলে ক্যাচ ধরেন রাহুল ত্রিপাঠি। ১৫.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯০ রান দিল্লির।
13 Oct 2021, 08:43 PM IST
শিখর ধাওয়ান আউট
শিখর ধাওয়ানকে ফেরালেন বরুণ চক্রবর্তী। এর আগে পৃথ্বীকে আউট করেছেন শিখর। ৩৯ বলে ৩৬ করে শাকিবের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন শিখর ধাওয়ান। পরিবর্তে নেমেছেন পন্ত। ১৫ ওভারে ৩ উইকেটে ৯০ রান দিল্লির।
13 Oct 2021, 08:29 PM IST
স্টোইনিসকে ফেরালেন মাভি
মার্কাস স্টোইনিসকে বোল্ড করলেন শিবম মাভি। ২৩ বলে ১৮ রান করে আউট হন স্টোইনিস। ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৩ রান দিল্লির। ৩৪ বলে ৩২ রান ধাওয়ানের। শ্রেয়স আইয়ারের ৩ বলে ২ রান।
13 Oct 2021, 08:18 PM IST
দিল্লির ইনিংস ১০ ওভার: ৬৫/১
১০ ওভারে ১ উইকেট হারিয়ে দিল্লির সংগ্রহ ৬৫ রান। ক্রিজে রয়েছেন ধাওয়ান (৩০ বলে ২৯ রান) এবং স্টোইনিস (১৮ বলে ১৫ রান)। এখন যদি কেকেআর একটি ধাক্কা না দেয় দিল্লিকে, তা হলে কিন্তু চাপে পড়ে যেতে হবে মর্গ্যান ব্রিগেডকে।
13 Oct 2021, 08:06 PM IST
দিল্লির ইনিংস ৮ ওভার: ৫২/১
৮ ওভারে ৫০ পার করে ফেলল দিল্লি। ১ উইকেট হারিয়ে তাদের সংংগ্রহ ৫২ রান। পৃথ্বীর উইকেট হারানোর পর একটু স্লো হয়ে গিয়েছে দিল্লি। তবে উইকেটে ধাওয়ান টিকে থাকলে, আর হাতে ওভার থাকলে যখন তখন স্কোরবোর্ডে রানের পাহাড় যোগ হতে পারে। ২২ বলে ২০ রান শিখর ধাওয়ানের। মার্কাস স্টোইনিস করেছেন ১৪ বলে ১১ রান।
13 Oct 2021, 07:57 PM IST
দিল্লির ইনিংস ৬ ওভার: ৩৮/১
পাওয়ার প্লে-তে মোট ১ উইকেট হারিয়ে ৩৮ রান হল। এই ওভারে লকি ফার্গুসন ৪ রান দিয়েছেন। ক্রিজে রয়েছেন স্টোইনিস (৫ বলে ৩ রান) এবং ধাওয়ান (১৯ বলে ১৭ রান)।
13 Oct 2021, 07:52 PM IST
দিল্লির ইনিংস ৫ ওভার: ৩৪/১
দুরন্ত ওভার বরুণের। ১ উইকেট নিয়েছেন। সঙ্গে মাত্র ২ রান দিয়েছেন। ক্রিজে রয়েছেন স্টোইনিস (৩ বলে ১ রান) এবং ধাওয়ান (১৫ বলে ১৫ রান)।
13 Oct 2021, 07:49 PM IST
পৃথ্বী শ' আউট
ধাওয়ান-পৃথ্বী জুটি ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই বড় ধাক্কাটা দিলেন বরুণ চক্রবর্তী। পঞ্চম ওভারের প্রথম বলেই পৃথ্বীকে ফেরালেন বরুণ। ১২ বলে ১৮ করে এলবিডব্লিউ হন পৃথ্বী। পরিবর্তে নেমেছেন স্টোইনিস।
13 Oct 2021, 07:45 PM IST
দিল্লির ইনিংস ৪ ওভার: ৩২/০
নারিনের এই ওভারে দু'টো ছক্কা হাঁকান শিখর ধাওয়ান। মোট ১৪ রান দেন নারিন। ৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৩২ রান দিল্লির। পৃথ্বী শ' ১১ বলে ১৮ রান করেছেন। ১৩ বল খেলে ১৪ রান করেছেন ধাওয়ান।
13 Oct 2021, 07:43 PM IST
দিল্লির ইনিংস ৩ ওভার: ১৮/০
তৃতীয় ওভারে শাকিব ১২ রান দিলেন। পৃথ্বী একটি ছয় এবং চার মারেন। দু'টি সিঙ্গল রান হয়েছে। পৃথ্বী শ' ১০ বলে ১৭ রান করেছেন। ৮ বল খেলে ১ রান করেছেন ধাওয়ান। ৩ ওভারে ১৮ রান দিল্লির।
13 Oct 2021, 07:39 PM IST
দিল্লির ইনিংস ২ ওভার: ৬/০
লকি ফার্গুসন দ্বিতীয় ওভারে ৫ রান দিলেন। পৃথ্বী শ' ৫ বলে ৬ রান করেছেন। ৭ বল খেলে খাতা খোলেননি ধাওয়ান।
13 Oct 2021, 07:35 PM IST
দিল্লির ইনিংস ১ ওভার: ১/০
প্রথম ওভারে মাত্র ১ রান দিলেন শাকিব। বিশেষ সুবিধে করতে পারল না দিল্লি।
13 Oct 2021, 07:32 PM IST
খেলা শুরু
দিল্লির পৃথ্বী শ' এবং শিখর ধাওয়ান ওপেন করতে নেমেছেন। প্রথম ওভারে শাকিব আল হাসান বল করছেন। কে জিতবে আজ?
কলকাতা নাইট রাইডার্সের টিমে কোনও পরিবর্তন হচ্ছে না। কিন্তু দিল্লি দলে টম কারানের জায়গায় মার্কাস স্টোইনিস দলে ঢুকছেন।
13 Oct 2021, 07:09 PM IST
টসে জিতল কলকাতা
রান তাড়া করে নাইট রাইডার্স জয় পাচ্ছে। শারজাতেও রান তাড়া করেই জয় আসছে। সে কারণে টসে জিতে ফিল্ডিং-ই নিলেন নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান। পন্তও টসে জিতলে বোলিং নিতেন বলেই জানিয়েছেন।
13 Oct 2021, 07:03 PM IST
২২ গজের লড়াইটুকু বাদে সবাই বন্ধু
13 Oct 2021, 07:01 PM IST
জিততে মরিয়া দিল্লি
13 Oct 2021, 06:59 PM IST
পিচ দেখে নিচ্ছেন পন্ত
এই শারজাতেই কলকাতার কাছে হেরেছিল দিল্লি। সেই ফলের পুনরাবৃত্তি আর চান না ঋষভ পন্ত।
13 Oct 2021, 06:59 PM IST
লিগের ফল ১-১
ভারতে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ফিরতি লেগে আবার শারজায় দিল্লিকে হারিয়েছিস নাইটরা। স্বাভাবিক ভাবেই এই বছর ১-১ ফল হয়ে রয়েছে। আজ কারা জেতে সেটাই দেখার।