দীর্ঘ ব্যর্থতার পর অবশেষে জয়ের স্বাদ পেয়েছে দিল্লি ক্যাপিটালস। বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামে ডেভিড ওয়ার্নারের দল। ম্যাচের শুরুতে দিল্লিতে বৃষ্টি নামায় নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা পরে খেলা শুরু হয়। টানা পাঁচ ম্যাচ হারের পর কলকাতার বিরুদ্ধে জয়েক মুখ দেখেছে রিকি পন্টিংয়ের দল।
প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১২৭ রানে অলআউট হয়ে যায় কেকেআর। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১২৮ রান তুলে ৪ বল হাতে থাকতেই জয়ের জন্য রান তুলে নেয় দিল্লি। অবশ্য এই ম্যাচে কেকেআরের হয়ে খেলেননি তারকা অলরাউন্ডার শার্দূল ঠাকুর। ম্যাচ শুরু হওয়ার আগে তাঁকে ক্যাচ প্র্যাকটিস করাতে দেখা যায়। তবে সতীর্থদের নয়। দুই শিশুর সঙ্গে মাতলেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা একটা ভিডিয়োতে দিল্লির প্রধান কোচ রিকি পন্টিং ও সহকারী কোচ শেন ওয়াটসনের ছেলেদের ক্যাচ প্র্যাকটিস করাতে দেখা গিয়েছে শার্দূলকে। ভিডিয়োতে দেখা যাচ্ছে বাউন্ডারি লাইনের কাছে দাঁড়িয়ে রয়েছেন শার্দূল। একটু দূরেই রয়েছে পন্টিং এবং ওয়াটসনের ছেলেরা। শার্দূল তাদেরকে ক্যাচ প্র্যাকটিস করাচ্ছেন।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নিজেদের ৬ নম্বর ম্যাচ খেলতে নামে দিল্লি। শুরুতে বৃষ্টি নামায় কিছুটা সময় নষ্ট হয়। টসে জিতে ডেভিড ওয়ার্নার বল করার সিদ্ধান্ত নেন। শুরু থেকেই কলকাতার উপরে চাপ সৃষ্টি করতে থাকে দিল্লির বোলাররা। কলকাতা দেওয়া ১২৭ রানের লক্ষ্যমাত্রা ৪ বল বাকি থাকতেই পূরণ করে তারা। পরপর পাঁচটি ম্যাচ হারার ফলে চাপ যে বেশ ছিল তা বলার অপেক্ষা রাখে না। দিওয়ালে পিঠ ঠেকে যায় পন্টিংয়ের শিষ্যদের। ঘুরে দাঁড়াতে হলে একটি ম্যাচ জিততেই হত। অবশেষে এই মরশুমে প্রথম জয়ের মুখ দেখল তারা।
১২৮ রান করতে ৬ উইকেট হারিয়ে একটা সময় বেশ চাপে পড়ে যায় দিল্লি। তবে এই শুরুটা আক্রমনাত্মক ভঙ্গিতে করেন দিল্লি অধিনায়ক ওয়ার্নার। তখন মনে হচ্ছিল খুব সহজেই নিজেদের প্রথম জয় পেতে চলেছে দিল্লি। কিন্তু নাইট বোলারদের দাপটে একটা সময় খেলা সমান সমান পর্যায়ে চলে আসে। সেখান থেকে অক্ষর প্যাটেল দিল্লিকে তাদের প্রথম জয় এনে দেন। অন্যান্য ম্যাচের মতো এই ম্যাচেও দিল্লির মিডিল অর্ডার ব্যাটাররা ডুবিয়েছে তাদেরকে। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এই ম্যাচে খেলেননি শার্দূল। দলে নতুন আসা বাংলাদেশের ব্যাটার লিটন দাস খেলেন। কিন্তু ব্যাটিংয়ের মতো উইকেটের পিছনে দাঁড়িয়েও তাঁর ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কলকাতা নিজেদের ৬টি ম্যাচের মধ্যে ৪টিতে হেরেছে। তবে খেলা শুরুর আগে বিপক্ষ দলের কোচ ও সহকারী কোচের ছেলেদের সঙ্গে শার্দূলকে খেলতে দেখায় অনেকের মন জয় করে নিয়েছে ভিডিয়োটি। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- http://betvisa69.com/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।