বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > পিঠের চোট, আসন্ন IPL-এর প্রথম ভাগ মিস করতে পারেন KKR ক্যাপ্টেন শ্রেয়স
পরবর্তী খবর
পিঠের চোট, আসন্ন IPL-এর প্রথম ভাগ মিস করতে পারেন KKR ক্যাপ্টেন শ্রেয়স
1 মিনিটে পড়ুন Updated: 15 Mar 2023, 07:35 AM ISTTania Roy
অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছাড়াই এবার আইপিএলে অভিযান শুরু করতে হতে পারে কলকাতা নাইট রাইডার্সকে। তেমনই একটি আশঙ্কা তৈরি হয়েছে। শ্রেয়স সম্ভবত এপ্রিলের শেষ পর্যন্ত আইপিএল খেলতে পারবেবন না।
শ্রেয়স আইয়ার চাপে ফেলে দিয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সকে।
ফের শ্রেয়স আইয়ারের চোট। আর তাতেই চাপে পড়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৩১ মার্চ থেকে আইপিএল শুরু। তার আগে নাইট রাইডার্স অধিনায়কের চোট শাহরুখ খানের টিমের সব পরিকল্পনা একেবারে এলোমেলো করে দিয়েছে। যা খবর তাতে হয়তো আইপিএলের প্রথম ভাগ মিস করতে পারেন শ্রেয়স। যদিও বিষয়টি নিয়ে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
এ দিকে জানা গিয়েছে, পিঠের প্রবল ব্যথায় কাবু শ্রেয়স অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ছিটকে যেতে পারেন। ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ শুরু হবে আগামী ১৭ মার্চ থেকে।
শ্রেয়স কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। যে কারণে আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা খেয়ে বসে রয়েছে কিং খানের টিম। একটি সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে, ‘শ্রেয়স সম্ভবত এপ্রিলের শেষ পর্যন্ত আইপিএলের বাইরে থাকবেন।’
আমদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের দলে ছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু তিনি প্রথম ইনিংসে ব্যাট করতেই নামতে পারেননি। শ্রেয়সের পিঠের চোটের প্রাথমিক মূল্যায়নের পর ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন যে, শ্রেয়স নাকি ‘একেবারেই ভালো কিছু অনুভব করছে না।’
শ্রেয়স আইয়ার বর্তমানে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের চোটের থেকে সেরে ওঠার লড়াই চালাচ্ছেন। কেকেআর অধিনায়ক তাঁর চোটের কারণে আমদাবাদ টেস্ট শেষ হওয়ার আগেই বেঙ্গালুরুতে উড়ে এসেছিলেন।
প্রসঙ্গত, শ্রেয়স আমদাবাদ টেস্টে প্রায় দুই দিন টিমেরই অংশ ছিলেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ফিল্ডিংও করেছেন। এর পর হঠাৎ-ই পিঠের নীচের দিকে ফুলে যাওয়ার কথা বলেছিলেন শ্রেয়স। রোহিত পরে সাংবাদিকদের বলেছিলেন, ‘দূর্ভাগ্যজনক ঘটনা। ওকে ব্যাট করার জন্য সারা দিন (দ্বিতীয় দিন) অপেক্ষা করতে হয়েছিল এবং তার পরে যখন দিন শেষ হয়, তখন ওর পিঠে সমস্যাটি ধরা পড়ে। স্ক্যান করার জন্য হাসপাতালে পাঠানো হয়েছিল। .. আমি স্ক্যানের সঠিক রিপোর্ট জানি না, কিন্তু একেবারেই ভালো কিছু অনুভব করছে না।’
চূড়ান্ত টেস্ট চলাকালীন, বিসিসিআই একটি বিবৃতিতে জানিয়েছিল যে শ্রেয়স আইয়ারের পিঠের চিকিৎসার জন্য ‘বিশেষজ্ঞের মতামত চাওয়া হবে।’ মিডল অর্ডারের ব্যাটসম্যান চোটের কারণে গত মাসে নাগপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম ওয়ানডে এবং প্রথম বর্ডার-গাভাসকর ট্রফি টেস্ট মিস করেন। শ্রেয়সের অনুপস্থিতি উইকেটরক্ষক-ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারতের ওডিআই দলে ফেরানো হতে পারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।