বেন স্টোকস যে এ বার আইপিএলে বড় দর পাবে, সেটা আগে থেকেই জানা ছিল। তিনি দুরন্ত ছন্দে রয়েছেন। মানসিক স্বাস্থ্য এবং ব্যক্তিগত কারণে মাঝে কিছু দিনের বিরতি নিয়েছিলেন স্টোকস। তার পর একদিনের ক্রিকেট থেকেও অবসর নেন তিনি। কিন্তু প্রত্যাবর্তনের পর থেকে নিজেকে অসাধারন উচ্চতায় নিয়ে গিয়েছেন স্টোকস। সেটা শেষ কয়েক মাস তাঁর ক্যারিয়ার দেখলেই পরিষ্কার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি দুরন্ত পারফরম্যান্স করেছিলেন। বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে তাঁর অর্ধশতরান এখনও কেউ ভুলতে পারেননি। দলের কঠিন সময়ে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা নেন স্টোকস। এই কারণেই তাঁর খ্যাতি বেশি।
আরও পড়ুন: IPL নিলামে সর্বকালের সর্বোচ্চ দর পেলেন স্যাম কারান, দ্বিতীয় গ্রিন, তৃতীয় স্টোকস
ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক এবং আধুনিক ক্রিকেটের সবচেয়ে বড় এবং ধারাবাহিক অলরাউন্ডারকে ১৬.২৫ কোটি দিয়ে তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। ২০১৮ সালে বেন স্টোকস ১২.৫ কোটি টাকায় গিয়েছিলেন রাজস্থান রয়্যালসে। এ বার তিনি পেলেন ১৬.২৫ কোটি। ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস এই টাকা পেয়েছিলেন।
আরও পড়ুন: শাকিব, লিটন পেলেন না দল, রুট, জাম্পারাও অবিক্রিত, কারা কারা আপাতত অবিক্রিত
২০২১ সালে বেন স্টোকস ছিলেন রাজস্থান রয়্যালসে। ২০২১-এ প্রথম কয়েকটি ম্যাচ খেলার পর আঙুল ভাঙায় তিনি দেশে ফিরে গিয়েছিলেন। সেই আইপিএলে তিনি আর খেলতে পারেননি। ২০২২ আইপিএল থেকে তিনি বিরতি নিয়েছিলেন মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখার জন্যে। তবে ২০২৩ আইপিএলে একেবারে ধামাকাদার প্রত্যাবর্তন হল বেন স্টোকসের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।