
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলে শনিবাসরীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেজ্ঞার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটালস দুই দল। বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে দুই দলের লড়াইয়ে ২৩ রানে জিতে শেষ হাসি হাসলেন বিরাট কোহলিরা। ম্যাচে বিরাট কোহলি একটি ঝোড়ো অর্ধশতরান করেন। রান পেয়েছেন ফাফ ডু'প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলরাও। তবে এই ম্যাচে আরসিবির নায়ক অবশ্যই তাঁদের হয়ে অভিষেক হওয়া বোলার বিজয়কুমার বৈশাক। বল হাতে কার্যত দিল্লি ব্যাটারদের ব্যতিব্যস্ত করে তোলেন তিনি। সঠিক লাইন, লেন্থে বল করে রান যেমন আটকে রাখতে সমর্থ হয়েছেন তেমনি পাশাপাশি তুলে নিয়েছেন উইকেটও। ম্যাচ শেষে অভিষেককারী বোলার জানালেন ফাফ (ডু'প্লেসি) তাঁকে বলেছিল উইকেটে বল থমকে আসছে। সেই কারণে স্লোয়ার বল করা শুরু করেন তিনি।
ম্যাচ শেষে তাঁকে প্রশ্ন করা হয়েছিল অভিষেকে আরসিবির হয়ে সেরা বোলিং ফিগার তাঁর, এই বিষয়ে তাঁর কী অনুভূতি? যার উত্তরে বৈশাক জানিয়েছেন, 'আমি সত্যিই এই বিষয়টা জানতাম না। আমি এই সুযোগটা পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছি। ফাফ আমার কাছে আসে এবং বলে উইকেটে বল থমকে থমকে আসছে। তারপরেই আমি হার্ড লেন্থে বল করা শুরু করি। মাঝেমধ্যে স্লোয়ার বলও করি। যা আমাকে খুব সাহায্য করেছে।শেষ কয়েক বছর ধরে আমি বোলিংয়ের এই বৈচিত্র্য নিয়ে কাজ করেছি।আমি এদিন 'নাকেল' বল করতে চেয়েছিলাম। সেই সময়ে ফাফ আরো একবার আমার দিকে এগিয়ে আসে আমাকে বলে এই উইকেটে কিভাবে বল করতে হবে।'
তিনি আরও যোগ করেন, 'ম্যানেজমেন্ট আমাকে অনেক সাহায্য করেছে। ফাফ সবসময়েই আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করে। আমি দলের সঙ্গে নেট বোলার হিসেবে অনেকদিন রয়েছি। সেই অভিজ্ঞতা আমাকে সাহায্য করেছে।' চার ওভার বল করে ২০ রান দিয়ে তিন উইকেট নেন বিজয়কুমার বৈশাক। ডেভিড ওয়ার্নার, অক্ষর প্যাটেল এবং ললিত যাদবের উইকেট নেন বৈশাক। প্রথমে ব্যাট করতে নেমে আরসিবি বিরাট কোহলির ৫০ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৪ রান করে। জবাবে মনীশ পান্ডের ৫০ রানে ভর করে লড়াই করেও ২৩ রান দূরে ১৫১ রানেই আটকে যেতে হয় দিল্লিকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports