
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সোমবার চিপকে লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) বিরুদ্ধে দুরন্ত ছন্দে ৩১ বলে ৫৭ রান করেব রুতুরাজ গায়কোয়াড়। সেই সঙ্গে ওপেন করতে নেমে ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে ফের চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে একটি বিস্ফোরক সূচনা করেছেন। আর এক ওপেনার ডেভন কনওয়ে সোমবার রুতুরাজকে যোগ্য সঙ্গত করেন। যে কারণে ওপেনিং জুটি ৯.১ ওভারে ১১০ রান যোগ করে। কনওয়ে ২৯ বলে ৪৭ রান করেন, যার মধ্যে পাঁচটি চার এবং দু'টি ছক্কা ছিল।
ডেভন কনওয়ে ছাড়াও, শিবম দুবেও এ দিন আক্রমণাত্মক মেজাজেই ছিলেন। কারণ তিনি ১৬ বলে ২৭ রানের একটু দুরন্ত ইনিংস খেলেন। যার মধ্যে ১টি চার এবং তিনটি ছক্কা রয়েছে।
আরও পড়ুন: IPL 2023 Points Table: LSG-কে হারিয়ে বড় লাফ CSK-এর, ঘাড় ধরে নীচে নামাল KKR-কে
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে হেরে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। আর সেই ম্যাচে ধীর গতিতে ব্যাটিংয়ের জন্য শিবম দুবেকে নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল। শিবম দুবে সেই ম্যাচে ১৮ বলে মাত্র ১৯ রান করেছিলেন। মেরেছিলেন মাত্র একটি ছক্কা। সোমবার ঘটনাটি প্রাথমিক ভাবে একই রকম দেখাচ্ছিল। কারণ শিবম দুবে প্রথম ১০ বলে মাত্র পাঁচ রান সংগ্রহ করেছিলেন। যাইহোক, এর পরই বদলে যায় পরিস্থিতি। তিনি গিয়ার পাল্টে পরের পাঁচ বলে ২২ রান করে ফেলেন।
১২.৫ ওভারে পেসার যশ ঠাকুরের বলে একটি ফ্ল্যাট ছক্কা দিয়ে মার শুরু করেছিলেন শিবম, পরের বলেই চার হাঁকান তিনি। এর ঠিক পরের ওভারের দ্বিতীয় এবং তৃতীয় বলে রবি বিষ্ণোইকে পরপর দু'টি ছক্কা হাঁকান শিবম দুবে।
আরও পড়ুন: মনে হচ্ছে শিরোপা জিতেছে- MI-কে হারিয়ে RCB-র নাচ, গান উল্লাস দেখে কটাক্ষের জোয়ার
শিবম দুবে যে তিনটি ছক্কা হাঁকিয়েছিলেন, তার মধ্যে রবি বিষ্ণোইয়ের ওভারের দ্বিতীয় ছয়টি ছিল মিড-উইকেটের উপর দিয়ে একটি স্লগ সুইপ, যেটা ১০২ মিটার লম্বা ছিল। আর এটি এই মরশুমের সবচেয়ে বড় ছক্কা হিসেবে আপাতত শীর্ষে জায়গা করে নিয়েছে। তবে এই লম্বা ছক্কা হাঁকানোর এক বল পরেই রবি বিষ্ণোই সাজঘরে ফেরান শিবম দুবেকে।
এই মরশুমে সবচেয়ে লম্বা ছক্কার তালিকা:
শিবম দুবে (চেন্নাই সুপার কিংস)- ১০২ মিটার লম্বা ছক্কা
নেহাল ওয়াধেরা (মুম্বই ইন্ডিয়ান্স)- ১০১ মিটার লম্বা ছক্কা
রহমানুল্লাহ গুরবাজ (কলকাতা নাইট রাইডার্স)- ১০১ মিটার লম্বা ছক্কা
কাইল মেয়ার্স (লখনউ সুপার জায়ান্টস)- ৯৯ মিটার লম্বা ছক্কা
শিবম দুবে (চেন্নাই সুপার কিংস)- ৯৭ মিটার লম্বা ছক্কা
লখনউ অধিনায়ক কেএল রাহুল টসে জিতে প্রথমে ব্যাট করতে পাঠায় চেন্নাইকে। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২১৭ রান করে চেন্নাই সুপার কিংস। জবাবে রান তাড়া করতে নেমে লখনউ নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেটে ২০৫ রান করে। ১২ রানে তারা ম্যাচটি হেরে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports