বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023 Qualification Scenarios: চুলোয় যাক রান-রেট, পয়েন্টে পিছিয়েই আইপিএল থেকে ছিটকে যেতে পারে CSK, দেখুন কীভাবে
পরবর্তী খবর
IPL 2023 Qualification Scenarios: চুলোয় যাক রান-রেট, পয়েন্টে পিছিয়েই আইপিএল থেকে ছিটকে যেতে পারে CSK, দেখুন কীভাবে
2 মিনিটে পড়ুন Updated: 17 May 2023, 12:55 AM ISTAbhisake Koley
IPL 2023 Playoff Qualification Equation: লখনউয়ের কাছে মুম্বই হারায় লিগ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়ে যায় গুজরাট টাইটানসের। আর কোনও দলের পক্ষে হার্দিকদের ছোঁয়া সম্ভব নয়।
মহেন্দ্র সিং ধোনি ও ডোয়েন ব্র্যাভো। ছবি- পিটিআই।
মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের কাছে মুম্বই ইন্ডিয়ান্স হেরে যাওয়ায় জমে ওঠে আইপিএল ২০২৩-এর প্লে-অফে যোগ্যতা অর্জনের লড়াই। একদিকে গুজরাট টাইটানসের লিগ চ্যাম্পিয়ন হওয়া যেমন নিশ্চিত হয়ে যায়, অন্যদিকে চেন্নাইয়ের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনাও বেড়ে যায় এক ঝটকায়। পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের শেষ ম্যাচে ধোনিরা জিততে না পারলে বিপদ ঘনিয়ে আসতে পারে সিএসকের।
আইপিএল ২০২৩-এর সংক্ষিপ্ত পয়েন্ট টেবিল:-১. গুজরাট- ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট (প্লে-অফ নিশ্চিত)২. চেন্নাই- ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট৩. লখনউ- ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট৪. মুম্বই- ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট৫. ব্যাঙ্গালোর- ১২ ম্যাচে ১২ পয়েন্ট৬. রাজস্থান ১৩ ম্যাচে ১২ পয়েন্ট৭. কলকাতা- ১৩ ম্যাচে ১২ পয়েন্ট৮. পঞ্জাব- ১২ ম্যাচে ১২ পয়েন্ট৯. হায়দরাবাদ- ১২ ম্যাচে ৮ পয়েন্ট১০. দিল্লি- ১২ ম্যাচে ৮ পয়েন্ট
চেন্নাই কীভাবে ছিটকে যেতে পারে:-প্রথমত: চেন্নাই যদি দিল্লির কাছে তাদের শেষ ম্যাচ হারে, তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৫।
দ্বিতীয়ত: লখনউ তাদের শেষ ম্যাচে কলকাতাকে হারালে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৭। লখনউ শেষ ম্যাচ হারলেও নেট রান-রেটে চেন্নাইয়ের থেকে এগিয়ে থাকলেই চলবে। তাহলে ১৫ পয়েন্টই যথেষ্ট হতে পারে সুপার জায়ান্টসের।
তৃতীয়ত: মুম্বই তাদের শেষ ম্যাচে হায়দরাবাদকে হারালে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৬।
চতুর্থত: ব্যাঙ্গালোর (হায়দরাবাদ ও গুজরাটের বিরুদ্ধে) অথবা পঞ্জাব (দিল্লি ও রাজস্থানের বিরুদ্ধে), কোনও একদল তাদের শেষ ২টি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৬।
সেক্ষেত্রে কারা প্লে-অফে যাবে: এক্ষেত্রে গুজরাট (১৮ অথবা ২০ পয়েন্ট), লখনউ (১৭), মুম্বই (১৬) ও ব্যাঙ্গালোর বা পঞ্জাব (১৬) প্লে-অফে জায়গা করে নেবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।