কোহলি-গম্ভীরের ঝামেলার রেশ থামার লক্ষণ নেই এখনও। বরং বোঝা যাচ্ছে যে, এবার বিষয়টি যুযুধান দুই তারকার হাতের বাইরে চলে গিয়েছে।
সোমবার একানা স্টেডিয়ামে লখনউ বনাম ব্যাঙ্গালোর ম্যাচের শেষে নিজেদের মধ্যে ঝামেলায় জড়ান বিরাট কোহলি ও গৌতম গম্ভীর। বিসিসিআই প্রাক্তন ও বর্তমান, দুই ক্রিকেটারকেই শাস্তি দিয়ে বিতর্কে জল ঢালার চেষ্টা করে। তবে বিশেষজ্ঞমহলে আলোচনা-সমালোচনার অন্ত নেই। সোশ্যাল মিডিয়ায় বিস্তর চর্চা ও কাদা ছোঁড়াছুঁড়ি চলছে নেটিজেনদের মধ্যে। কেউ কোহলির সমর্থনে কথা বলছেন তো কেউ আবার গম্ভীরের পক্ষ নিয়ে কাঠগড়ায় তুলছেন বিরাটকে।
এই অবস্থায় বুধবার সেই একানা স্টেডিয়ামে ফের দেখা গেল বিতর্কিত ঘটনার রেশ। আসলে আরিসিবির বিরুদ্ধে মাঠে নামার একদিন পরেই লখনউ ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়। যদিও বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে যায় মাঝপথেই।
বুধবার চেন্নাই ম্যাচের সময় গম্ভীরকে উদ্দেশ্য করে একদল দর্শককে ‘কোহলি-কোহলি’ বলে আওয়াজ দিতে শোনা যায়। এমন আওয়াজ শুনে গম্ভীরের যা প্রতিক্রিয়া ছিল, সেটাই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন:- SRH vs KKR: 'হারানোর কিছুই নেই', ভুল থেকে শিক্ষা নিয়ে ভয়ডরহীন ক্রিকেট খেলার অঙ্গীকার নীতীশ রানার
ভিডিয়োতে দেখা যায় গম্ভীর-অমিত মিশ্ররা সিঁড়ি বেয়ে ওঠার সময় একদল সমর্থক ‘কোহলি-কোহলি’ বলে চিৎকার করতে থাকেন। গম্ভীর এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে দেখার চেষ্টা করেন কারা আওয়াজ দিচ্ছেন। তাঁর মুখ ছিল যথার্থই গম্ভীর। চোখে রাগ ঠিকরে বেরোচ্ছিল। ঘুরে তাঁকান অমিত মিশ্রও।
IPL 2023: ছক্কা হাঁকানোয় সবার আগে KKR, ডু'প্লেসি একা যতগুলি ছয় মেরেছেন, দিল্লির সবাই মিলে মারতে পারেননি- পরিসংখ্যান
উল্লেখ্য, সোমবার লখনউয়ের একানা স্টেডিয়ামে আরসিবির ১২৬ রানের জবাবে ব্যাট করতে নেমে সুপার জায়ান্টস শুরু থেকে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে। দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করার সময় কোহলির বডি ল্যাঙ্গুয়েজ ছিল অত্যন্ত আগ্রাসী। প্রতিটি উইকেট পড়ার সঙ্গে সঙ্গে বিরাটের সেলিব্রেশনে আগ্রসন ক্রমশ মাত্রা ছাড়াতে থাকে। অমিত মিশ্র, নবীন উল হকরা ব্যাট করার সময় বিরাটকে তাঁদের উদ্দেশ্যে বাক্যবাণ ছুঁড়ে দিতে দেখা যায়। শেষমেশ লখনউ ১০৮ রানে অল-আউট হয়ে মাচ হারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।