গুজরাট টাইটানসের (জিটি) অলরাউন্ডার রশিদ খান তাঁর অসাধারণ ট্রেডমার্ক শটটির একটি বিশেষ নামকরণ করেছেন। নাম দিয়েছেন ‘স্নেক শট’। যা বিশ্ব জুড়ে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই নামটি দেওয়ার অনুপ্রেরণা হিসাবে সাপের ছোবল মারার গল্পই বলেছেন রশিদ।
দেখা গিয়েছে, স্নেক শট মারতে রশিদ কিছুটা এগিয়ে যান। শট মেরে আবার পিছিয়ে আসেন। এই ভঙ্গির কারণেই তিনি নাম দিয়েছেন স্নেক শট। সাপ যেমন ছোবল মারতে এগিয়ে যায় এবং তারপরে পিছিয়ে আসে, সেই থেকেই এমন নাম দিয়েছেন শটের।
বুধবার ওয়াংখাডে স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের (এসআরএইচ) বিপক্ষে ১১ বলে অপরাজিত ৩১ করে গুজরাট টাইটানসকে ম্যাচ জেতান রশিদ। তাঁর ইনিংসে চারটি ছক্কা ছিল। যার মধ্যে প্রথমটি ছিল ‘স্নেক শট।’
আরও পড়ুন: শেষ পাতে রাহুল-রশিদ বিস্ফোরণ, উমরানের লড়াই ব্যর্থ করে জিতল গুজরাট
এটি অনেকটা মহেন্দ্র সিং ধোনির হেলিকপ্টার শটের মতো। কিন্তু ব্যাটারের মাথার উপর দিয়ে ব্যাট ঘুরে যাওয়ার পরিবর্তে, এটি খানিকটা স্প্রিং-এর মতো গতিতে বলটিকে মারে। যেমন মাথা নীচু করে সাপ ছোবল মেরে, খানিকটা স্প্রিং-এর মতো মাথাটি সরিয়ে নেয়, বিষয়টি সে রকম।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।