চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করলেও কলকাতা নাইট রাইডার্সকে আরসিবির বিরুদ্ধে পরের ম্যাচেই হারের মুখ দেখতে হয়। অন্যদিকে পঞ্জাব কিংস তাদের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই মায়াঙ্ক আগরওয়ালরা জয়ের আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে কলকাতার বিরুদ্ধে লড়াইয়ে নামে। কেকেআরকে মাঠে নামতে হয় হার থেকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে। যদিও শেষমেশ পঞ্জাবকে অনায়াসে হারিয়ে জয়ের রাস্তায় ফিরে আসে কলকাতা নাইট রাইডার্স।
ম্যাচের সেরা উমেশ যাদব
ছক্কায় ঝড় তুলেও ম্যাচের সেরা ক্রিকেটার হওয়া হল না আন্দ্রে রাসেলের। বরং ২৩ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করা উমেশ যাদব প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার হাতে তোলেন।
জোড়া ছক্কায় ম্যাচ জেতালেন রাসেল
পঞ্জাবের ১৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে কলকাতা ১৪.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৪১ রান তুলে ম্যাচ জিতে যায়। লিভিংস্টোনের বলে পরপর ২টি ছক্কা হাঁকিয়ে কলকাতায় জয় নিশ্চিত করেন রাসেল। শেষমেশ তিনি ২টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন। স্যাম বিলিংস ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৩ বলে ২৪ রান করে নট-আউট থাকেন। ৩৩ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে নাইট রাইডার্স। রাহুল চাহার ৪ ওভারে ১টি মেডেন-সহ ১৩ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।
রাসেলের হাফ-সেঞ্চুরি
২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন আন্দ্রে রাসেল। ১৪ ওভারে কলকাতার স্কোর ১২৮/৪। রাসেল ২৯ বলে ৫৮ রান করেছেন। বিলিংস ২২ বলে ২৩ রান করেছেন।
১০০ টপকাল কেকেআর
১২তম ওভারে স্মিথের বলে ১টি চার ও ৩টি ছক্কা মারেন আন্দ্রে রাসেল। বিলিংস মারেন ১টি ছক্কা। ওভারে মোট ৩০ রান ওঠে। ১২ ওভার শেষে কলকাতার স্কোর ১০৯/৪। রাসেল ১টি চার ও ৫টি ছক্কার সাহয্যে ২১ বলে ৪৪ রান করেছেন। বিলিংস ব্যাট করছেন ১৭ বলে ২০ রান করে।
১০ ওভারে কলকাতা ৭৩/৪
১০ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্সের সংগ্রহ ৪ উইকেটে ৭৩ রান। দশম ওভারে হরপ্রীতকে জোড়া ছক্কা মারেন রাসেল। তিনি ১১ বলে ১৭ রান করেছেন। বিলিংস অপরাজিত রয়েছেন ১২ রানে।
নীতিশ রনা আউট
৬.৬ ওভারে রাহুল চাহারের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন নীতিশ রানা। ২ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। কলকাতা ৫১ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান আন্দ্রে রাসেল।
শ্রেয়স আইয়ার আউট
৬.৪ ওভারে রাহুল চাহারের বলে রাবাদার হাতে ধরা পড়েন শ্রেয়স আইয়ার। ৫টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন নাইট দলনায়ক। কেকেআর ৫১ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান নীতিশ রানা।
পাওয়ার প্লে-র শেষে কলকাতা ৫১/২
পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে কলকাতার স্কোর ৫১/২। ১১ বলে ২৬ রান করেছেন শ্রেয়স আইয়ার। ৭ বলে ৮ রান করেছেন স্যাম বিলিংস। শ্রেয়স ৫টি চার মেরেছেন।
বেঙ্কটেশ আইয়ার আউট
৪.৩ ওভারে এডিন স্মিথের বলে হরপ্রীতের হাতে ধরা পড়েন বেঙ্কটেশ আইয়ার। ৭ বলে ৩ রান করে আউট হন নাইট তারকা। কলকাতা ৩৮ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান স্যাম বিলিংস। তিনি ক্রিজে এসে প্রথম বলেই বাউন্ডারি মারেন। ৫ ওভারে নাইটদের সংগ্রহ ৪২/২।
৪ ওভারে কেকেআর ৩৩/১
৪ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্স ১ উইকেটের বিনিময়ে ৩৩ রান সংগ্রহ করেছে। ৭ বলে ১৬ রান করেছেন শ্রেয়স আইয়ার। ৬ বলে ৩ রান করেছেন বেঙ্কটেশ
রাহানে আউট
পঞ্জাব কিংসের জার্সিতে নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নিলেন কাগিসো রাবাদা। ১.৬ ওভারে রাবাদার বলে স্মিথের হাতে ধরা পড়েন অজিঙ্কা রাহানে। ৩টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন রাহানে। কলকাতা ১৪ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার।
কলকাতার রান তাড়া করা শুরু
কলকাতার হয়ে ওপেন করতে নামেন অজিঙ্কা রাহানে ও বেঙ্কটেশ আইয়ার। পঞ্জাবের হয়ে বোলিং শুরু করেন অর্শদীপ সিং। দ্বিতীয় বলেই বাউন্ডারি মেরে খাতা খোলেন রাহানে। চতুর্থ বলে ফের বাউন্ডারি মারেন অজিঙ্কা। প্রথম ওভারে ৮ রান ওঠে। কোনও উইকেট হারায়নি কেকেআর।
রান-আউট অর্শদীপ
ক্রিজে এসে প্রথম বলেই রান-আউট হলেন অর্শদীপ। ১ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। ওডিন স্মিথ ১টি ছক্কার সাহায্যে ১২ বলে ৯ রান করে অপরাজিত থাকেন। পঞ্জাব কিংস ১৮.২ ওভারে ১৩৭ রানে অল-আউট হয়ে যায়। সুতরাং, জয়ের জন্য কলকাতার দরকার ১৩৮ রান।
রাবাদাকে ফেরালেন রাসেল
১৯তম ওভারে বল হাতে নিয়েই কাগিসো রাবাদার উইকেট তুলে নেন আন্দ্রে রাসেল। ১৮.১ ওভারে রাসেলের বলে সাউদির হাতে ধরা পড়েন রাবাদা। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২৫ রান করে সাজঘরে ফেরেন রাবাদা। ১৩৭ রানে ৯ উইকেট হারায় পঞ্জাব। ক্রিজে শেষ ব্যাটসম্যান অর্শদীপ সিং।
১৭ ওভারে পঞ্জাব ১২০/৮
১৭তম ওভারে সাউদির প্রথম ৩ বলে ১টি চার ও ২টি ছক্কা মারেন রাবাদা। ওভারে মোট ১৬ রান ওঠে। ১৭ ওভার শেষে পঞ্জাবের স্কোর ১২০/৮। রাবাদা ১২ বলে ১৬ রান করেছেন। সাউজি ৪ ওবারে ৩৬ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।
বরুণ চক্রবর্তী ৪ ওভারে ১৪/০
বরুণ চক্রবর্তী তাঁর ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন মাত্র ১৪ রান খরচ করে। যদিও কোনও উইকেট পাননি তিনি। ১৬ ওভারে পঞ্জাবের স্কোর ১০৪/৮।
রাহুল চাহার আউট
হরপ্রীতকে ফেরানোর পরে একই ওভারের চতুর্থ বলে উমেশ আউট করেন রাহুল চাহারকে। ২ বলে শূন্য রান করে রানার হাতে ধরা পড়েন চাহার। পঞ্জাব ১০২ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কাগিসো রাবাদা। উমেশ ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন ১টি মেডেন-সহ ২৩ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে। ১৫ ওভার শেষে পঞ্জাবের স্কোর ১০২/৮। স্মিথ ২ রানে ব্যাট করছেন।
হরপ্রীত আউট
১৪.২ ওভারে উমেশ যাদবের বলে বোল্ড হন হরপ্রীত ব্রার। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ১৪ রান করে আউট হন হরপ্রীত। পঞ্জাব ১০২ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রাহুল চাহার।
১০০ টপকাল পঞ্জাব
১৪তম ওভারে দলগত ১০০ রান পূর্ণ করে পঞ্জাব কিংস। তাদের সংগ্রহ ১০২/৬। হরপ্রীত ১৪ ও স্মিথ ২ রানে ব্যাট করছেন। সুনীল নারিন ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন ২৩ রানের বিনিময়ে ১ উইকেট দখল করে।
খাতা খুলতে পারলেন না শাহরুখ
১২.১ ওভারে টিম সাউদির বলে নীতিশ রানার হাতে ধরা পড়েন শাহরুখ খান। ৫ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। পঞ্জাব ৯২ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ওডিন স্মিথ। টিম সাউদি নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে টি-২০ ফর্ম্যাটে ২৫০টি উইকেট নেওয়ার নজির গড়েন। ১৩ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৯৭/৬।
রাজ বাওয়া আউট
১টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১১ রান করে আউট হন রাজ বাওয়া। ৯.১ ওভারে নারিনকে চার মারেন তিনি। পরের বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন যুব বিশব্কাপজয়ী তারকা। পঞ্জাব ৮৪ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান হরপ্রীত ব্রার। ১০ ওভারে পঞ্জাবের স্কোর ৮৫/৫।
লিভিংস্টোন আউট
৮.৬ ওভারে উমেশ যাদবের বলে সাউদির হাতে ধরা পড়েন লিভিংস্টোন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন লিয়াম। পঞ্জাব ৭৮ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শাহরুখ খান।
চুমু খেয়ে টস জিতলেন শ্রেয়স
কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার টসের কয়েন তথা ভগ্যের বদান্যতা পাওয়ার লক্ষ্যেই অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে বসেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। বিস্তারিত পড়ুন: KKR vs PBKS: চুমু খেয়ে টস জিতলেন শ্রেয়স, ভাগ্যদেবী প্রসন্ন নাইট অধিনায়কের অঞ্জলিতে, ভিডিয়ো
৮ ওভারে পঞ্জাব ৭০/৩
৮ ওভার শেষে পঞ্জাব কিংস ৩ উইকেটের বিনিময়ে ৭০ রান সংগ্রহ করেছে। ১১ বলে ১৪ রান করেছেন লিয়াম লিভিংস্টোন। তিনি ১টি ছক্কা হাঁকিয়েছেন।
শিখর ধাওয়ান আউট
ষষ্ঠ ওভারে সাউদির দ্বিতীয় বলে ছক্কা মারেন লিভিংস্টোন। চতুর্থ বলে চার মারেন ধাওয়ান। পঞ্চম বলে বিলিংসের দস্তানায় ধরা পড়েন শিখর। পাওয়ার প্লে-তেই ৩ উইকেট হারায় পঞ্জাব। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন গব্বর। ক্রিজে নতুন ব্যাটসম্যান রাজ বাওয়া। পাওয়ার প্লে-র শেষে পঞ্জাবের স্কোর ৬৩/৩। ১০ রানে ব্যাট করছেন লিভিংস্টোন।
৫০ টপকাল পঞ্জাব
৫ ওভার শেষে পঞ্জাবের স্কোর ২ উইকেটে ৫১ রান। ধাওয়ান ১২ রানে ব্যাট করছেন। লিভিংস্টোন করেছেন ৪ রান।
ঝড় তুলে রাজাপক্ষে আউট
চতুর্থ ওভারে শিম মাভির প্রথম বলে চার মারেন রাজাপক্ষে। পরের তিন বলে টানা তিনটি ছক্কা হাঁকান তিনি। পঞ্চম বলে সাউদির হাতে ধরা পড়েন ভানুকা। ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৯ বলে ৩১ রান করে আউট হন শ্রীলঙ্কান তারকা। পঞ্জাব ৪৩ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোন। চতুর্থ ওভারে মোট ২২ রান ওঠে।
৩ ওভারে পঞ্জাব ২১/১
৩ ওভার শেষে পঞ্জাব কিংস ১ উইকেটের বিনিময়ে ২১ রান তুলেছে। ৪ বলে ১০ রান করেছেন ভানুকা রাজাপক্ষে। ৯ বলে ১০ রান করেছেন শিখর ধাওয়ান। রাজাপক্ষে ২টি চার ও ধাওয়ান ১টি ছক্কা মেরেছেন।
প্রথম ওভারেই মায়াঙ্ক আউট
প্রথম ওভারের শেষ বলে মায়াঙ্ক আগরওয়ালকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান উমেশ যাদব। ৫ বলে ১ রান করে সাজঘরে ফেরেন পঞ্জাব অধিনায়ক। ২ রানে ১ উইকেট হারায় পঞ্জাব। ক্রিজে নতুন ব্যাটসম্যান ভানুকা রাজাপক্ষে।
ম্যাচ শুরু
পঞ্জাবের হয়ে ওপেন করতে নামেন শিখর ধাওয়ান ও ক্যাপ্টেন মায়াঙ্ক আগরওয়াল। কেকেআরের হয়ে বোলিং শুরু করেন উমেশ যাদব। তৃতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন মায়াঙ্ক। চতুর্থ বলে সিঙ্গল নিয়ে খাতা খেলেন ধাওয়ানও।
পঞ্জাবের প্রথম একাদশ
শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল (ক্যাপ্টেন), ভানুকা রাজাপক্ষে (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, রাজ বাওয়া, শাহরুখ খান, ওডিন স্মিথ, হরপ্রীত ব্রার, অর্শদীপ সিং, রাহুল চাহার ও কাগিসো রাবাদা।
কেকেআরের প্রথম একাদশ
বেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), নীতিশ রানা, স্যাম বিলিংস (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, টিম সাউদি, উমেশ যাদব, শিবম মাভি ও বরুণ চক্রবর্তী।
জ্যাকসনে মোহভঙ্গ কলকাতার
প্রথম দু'ম্যাচে মাঠে নামার পরেই শেলডন জ্যাকসনের জায়গা হল কেকেআরেরে রিজার্ভ বেঞ্চে। কলকাতা বাড়তি বোলার খেলানোর তাগিদেই জ্যাকসনের বদলে শিবম মাভিকে প্রথম একাদশে সুযোগ করে দেয়। উইকেটকিপিং করবেন স্যাম বিলিংস।
পঞ্জাবের জার্সিতে আত্মপ্রকাশ রাবাদার
পঞ্জাব কিংসের হয়ে কেকেআরের বিরুদ্ধে প্রথমবার মাঠে নামছেন কাগিসে রাবাদা। তিনি সন্দীপ শর্মার বদলে পঞ্জাবের প্রথম একাদশে সুযোগ পেয়েছেন। তাঁর হাতে পঞ্জাবের টুপি তুলে দেন কোচ অনিল কুম্বলে।
টস জিতল কলকাতা
পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর হাই-ভোল্টেজ ম্যাচে টস জিতল কলকাতা নাইট রাইডার্স। টস জিতে কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান পঞ্জাবকে। সুতরাং, ওয়াংখেড়ে স্টেডিয়ামে পঞ্জাবের বিরুদ্ধে রান তাড়া করবে কলকাতা।
জয়ে ফিরতে মরিয়া নাইট রাইডার্স
আইপিএলের একেবারে শুরুর দিকে সব দলই রীতিমতো আগোছাল পরিস্থিতিতে দাঁড়িয়ে। সেই সুযোগটা কাজে লাগিয়েই টুর্নামেন্টের শুরুর দিকে যত বেশি সম্ভব পয়েন্ট সংগ্রহ করে নিতে চায় কেকেআর। গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল ২০২২ অভিযান শুরু করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে কলকাতাকে হারের মুখ দেখতে হয়েছে আরসিবির কাছে। ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়িয়ে পঞ্জাবের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া নাইট রাইডার্স। অন্যদিকে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করা পঞ্জাব কিংসের নজর ধারাবাহিকতা বজায় রাখায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।