এখনও পর্যন্ত আইপিএল ২০২২-এর যুগ্ম সর্বোচ্চ উইকেটশিকারি হলেন যুজবেন্দ্র চাহাল। ফাইনালের আগে পর্যন্ত ১৬ ম্যাচে ২৬টি উইকেট নিয়েছেন তিনি। ফাইনালে ১টি উইকেট নিলেই বেগুনি টুপি মাথায় পরে মরশুম শেষ করবেন যুজবেন্দ্র।
তবে চাহাল সম্ভবত বেশি আগ্রহী ছিলেন অরেঞ্জ ক্যাপ জিততে। কেননা শুরু থেকেই ফ্র্যাঞ্চাইজির কাছে বাটলারের সঙ্গে ওপেন করার আব্দার জানিয়ে আসছেন তিনি। যদিও নিতান্ত মজার ছলেই যে চাহালের এমন ইচ্ছা প্রকাশ, সেটা বুঝে নিতে বিশেষ অসুবিধা হয় না।
এবার আইপিএল ফাইনালের আগে চাহাল এমন এক দাবি করে বসলেন, যা অত্যন্ত হাস্যকর মনে হওয়াই স্বাভাবিক। রাজস্থান রয়্যালস সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে, যেখানে চাহালকে দবি করতে দেখা যায় যে, বাটলারের জায়গায় তিনি ওপেন করলে ৮০০-র বদলে ১৬০০ রান করতেন।
ইনস্টাগ্রাম ভিডিয়োটিতে চাহালকে বাটলারের সঙ্গে আলোচনা করতে দেখা যাচ্ছে। পিছনে রয়েছেন বোলিং কোচ মালিঙ্গা। তিনি মালিঙ্গাকে বলেন যে, বাটলার ৮০০ রান করেছেন, তিনি ওপেন করলে ১৬০০ রান করতেন।
চাহাল এও জানান, সজোরে অফ-স্পিন বল করতেও পারেন তিনি। ১১৫ কিলোমিটার গতিতে প্রথম বল করবেন, যাতে ব্যাটসম্যান তাঁকে এলেবেলে ভাবেন। পরের বলেই ১৬৫ কিলোমিটারে স্টাম্প উড়িয়ে দেবেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।