
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
‘যে সব দেশের ক্রিকেট বোর্ড নিজেদের নতুন টি-২০ লিগ শুরু করছে, তাদের জন্য শুভকামনা করইল। তবে বিশ্বের আর কোনও দেশের টি-২০ লিগ আইপিএলের ধারেকাছে আসতে পারবে বলে মনে করি না।’ কার্যত এই ভাষাতেই আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল ইন্ডিয়ান প্রিমিয়র লিগের সাফল্য নিয়ে গর্ব প্রকাশ করলেন।
ধুমল এও ইঙ্গিত দেন যে, ভবিষ্যতে আরও বড় আকার নিতে পারে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। ১০ দলের টুর্নামেন্টকেই আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে চাইছে বিসিসিআই।
ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তানের মতো দেশে বেশ কিছুদিন ধরেই চালু হয়েছে ঘরোয়া টি-২০ লিগ। যদিও ক্রিকেটারদের পারিশ্রমিক হোক, পূরস্কার মূল্য অথবা ব্র্যান্ড ভ্যালুতে আইপিএলের ধারেকাছে আসে না আরও কোনও টি-২০ লিগ। সম্প্রতি আমিরশাহি বহু টাকা খরচ করে শুরু করেছে টি-২০ লিগ। দক্ষিণ আফ্রিকায় চালু হয়েছে নতুন টি-২০ টুর্নামেন্ট। আমেরিকাও শুরু করছে তাদের ঘরোয়া টি-২০ লিগ।
স্বাভাবিকভাবেই ক্রিকেটারদের সামনে বিকল্প বাড়ছে কোন টুর্নামেন্টে তাঁরা নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে চান, তা বেছে নেওয়ার। সেই নিরিখে আইপিএলের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে নিজেদের ব্র্যান্ড ভ্যালু বজায় রাখা। আইপিএল চেয়ারম্যান অবশ্য সব আশঙ্কাকে ফুৎকারে উড়িয়ে দিলেন। তাঁর দাবি, আইপিএলে ক্রিকেটাররা যে পরিমাণ অর্থ রোজগার করেন, তা তাঁদের জীবন বদলে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশগুলির ক্রিকেটারদের কাছে প্রাধান্য পাবে আইপিএলই।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ধুমল বলেন, ‘আমরা অন্য কোনও লিগকে আমাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছি না। এমন কি অন্য কোনও লিগ আইপিএলের ধারেকাছেও আসে না। যে সব দেশ নিজেদের টি-২০ লিগ শুরু করছে, তাদের জন্য আমাদের শুভেচ্ছা রইল। তবে অন্য কোনও লিগ আইপিএলের জন্য ভয়ের কারণ হয়ে উঠতে পারে বলে আমি মনে করি না।’
আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমল এও জানিয়েছেন যে, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার ক্যালেন্ডার অনুযায়ী যদি আরও বড় উইন্ডো পাওয়া যায়, তবে অদূর ভবিষ্যতে আইপিএল আরও বড় রূপ নিতে পারে। এই মুহর্তে ১০ দলের টুর্নামেন্টে ফাইনাল-সহ প্লে-অফ মিলিয়ে মোট ৭৪টি ম্যাচ খেলা হয়। ভবিষ্যতে ১০ দলের ইন্ডিয়ান প্রিমিয়র লিগেই ৯৪টি ম্যাচ আয়োজিত হতে পারে। অর্থাৎ, বর্তমান ফর্ম্যাটের থেকে ২০টি বেশি ম্যাচ খেলা হতে পারে আইপিএলে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports