শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে সুপার কাপের কোয়ার্টার ফাইনাল পর্ব। ১৬ দল নিয়ে হওয়ার কথা থাকলেও এই প্রতিযোগিতা এবার হয়েছএ ১৫ দল নিয়ে, কারণ শেষ মূহূর্তে চার্চিল ব্রাদার্স দল তুলে নিয়েছিল। ফলে মোহনবাগান সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে এসেছিল প্রথম ম্যাচে বাই পেয়ে। বাকি সাত দলও চূড়ান্ত হয়ে গেছে সুপার কাপের শেষ আটের।
মোহনবাগানের সামনে কেরল ব্লাস্টার্স
শনিবার সুপার কাপের কোয়ার্টার ফাইনালে অভিযান শুরু করছে মোহনবাগান সুপার জায়ান্ট, তাঁদের প্রতিপক্ষ শক্তিশালী কেরল ব্লাস্টার্স দল। আইএসএলে কেরলের থেকে ধারে ভারে অনেকটা এগিয়ে থাকলেও সুপার কাপে যেহেতু মোহনবাগান ম্যানেজমেন্ট তাঁদের পূর্ণ শক্তির দল নামায়নি, তাই নোয়াহ সাদুইদের দলই অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে। শনিবার কলিঙ্গ স্টেডিয়ামে মোহনবাগানের ম্যাচ শুরু বিকেল সাড়ে চারটেয়।
FC Goa vs Punjab FC
শনিবার রাত আটটায় রয়েছে সুপার কাপের আরেকটি গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল। সেই ম্যাচে কলিঙ্গ যুদ্ধে মুখোমুখি হবে এফসি গোয়া এবং পঞ্জাব এফসি। দুই দলই নিজেদের প্রি কোয়ার্টারের ম্যাচে ৩ গোলে জিতেছে। এফসি গোয়া আইএসএলের শিল্ড রানার্স আপ দল, তুলনায় পঞ্জাব আইএসএলের প্লে অফও খেলতে পারেনি। ফলে এই ম্যাচে গোয়া সামান্য এগিয়ে থাকলেও পঞ্জাব এফসিও এক ইঞ্চি জমি ছাড়ছে না।
ISL vs ILeague
এদিকে রবিবার রয়েছে সুপার কাপের ডবল হেডার কোয়ার্টার ফাইনাল। প্রথম ম্যাচে আইএসএলের দলের বিরুদ্ধে খেলবে আইলিগের দল। মুম্বই সিটি এফসির প্রতিপক্ষ ইন্টার কাশী ফুটবল দল। বিকেল সাড়ে চারটেয় শুরু এই ম্যাচ। ইন্টার কাশী একমাত্র আইলিগের ক্লাব যারা সুপার কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পেরেছে।
নর্থইস্ট বনাম জামশেদপুর
রবিবার রাতেই রয়েছে সুপার কাপে চতুর্থ অর্থাৎ শেষ কোয়ার্টার ফাইনাল। সেখানে আইএসএলের প্লে অফের রিম্যাচ দেখা যাবে। জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলবে নর্থইস্ট ইউনাইটেড। জুয়ান পেদ্রো বেনালির সঙ্গে ট্যাকটিক্সের লড়াই হবে খালিদ জামিলের। আলাদিন আগের ম্যাচেই হ্যাটট্রিক করেছেন, পাশাপাশি আইএসএলের প্লে অফে হারের বদলা নিতে মুখিয়ে রয়েছে নর্থইস্ট।
কোথায় দেখা যাবে ম্যাচ?
সুপার কাপের প্রি কোয়ার্টারের ম্যাচে সরাসরি সম্প্রচার না থাকলেও কোয়ার্টার ফাইনালের সব ম্যাচেরই সরাসরি সম্প্রচার করা হবে জিও হটস্টার এবং স্টার স্পোর্টস ৩ চ্যানেলে। অর্থাৎ টেলিভিশনের পাশাপাশি লাইভ স্ট্রিমিংও থাকছে এই ম্যাচগুলোর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।