হাতে নিতান্ত অল্প রানের পুঁজি। তা সত্ত্বেও আইপিএল ২০২০-র এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদকে কড়া টক্কর দিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যদিও শেষমেশ উত্তেজক ম্যাচ জিতে আইপিএলের কোয়ালিফায়ারে জায়গা করে নেয় হায়দরাবাদ।
আবু ধাবিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আরসিবি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৩১ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ ১৯.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩২ রান তুলে নেয়। হায়দরাবাদের পরিত্রাতা হয়ে দেখা দেন কেন উইলিয়ামসন ও জেসন হোল্ডার।
(আইপিএলের লাইভ আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
হায়দরাবাদ মাত্র ৬৭ রানের মধ্যে টপ অর্ডারের চার জন ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বসে। শ্রীবত্স গোস্বামী ০ রানে আউট হন। ডেভিড ওয়ার্নার ১৭ রান করে সাজঘরে ফেরেন। মণীশ পান্ডে ২৪ রান করে ক্রিজ ছাড়েন। প্রিয়ম গর্গ ডাগআউটে ফেরেন ৭ রান করে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।