ব্যাট হাতে রং ছড়ান কুইন্টন ডি'কক, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ ও হার্দিক পান্ডিয়া। বল হাতে দিল্লি ক্যাপিটালসকে ভাঙার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন জসপ্রীত বুমরাহ। তাঁকে যোগ্য সঙ্গত করেন ট্রেন্ট বোল্ট। যার মিলিত ফল, প্রথম কোয়ালিফায়ারে দিল্লিকে বিধ্বস্ত করে আইপিএল ২০২০-র ফাইনালে মুম্বই।
দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২০০ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে দিল্লি। শেষমেশ তারা ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪৩ রানে আটকে যায়। ৫৭ রানের ব্যববানে ম্যাচ জিতে খেতাবি লড়াইয়ে জায়গা করে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
(আইপিএলের লাইভ আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
মুম্বইয়ের হয়ে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ মরশুমের দুই অধিনায়ক রোহিত শর্মা ও কায়রন পোলার্ড। দু'জনেই গুরুত্বপূর্ণ ম্যাচে খাতা খুলতে পারেননি। তবে তাঁদের ব্যর্থতা ঢেকে দেন বাকিরা। কুইন্টন ডি'কক ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৪০ রান করেন। সূর্যকুমার ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৫১ রান করে ক্রিজ ছাড়েন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।